News details

image

Rabi Mondal / 12 December, 2024

ছত্তিশগড়ের জঙ্গলে অভিযান যৌথ বাহিনীর, খতম ৭ মাওবাদী

নিজস্ব প্রতিনিধি, ছত্তিশগড় - বৃহস্পতিবার ছত্তিশগড়ের জঙ্গলে অভিযান চালায় পুলিশ ও সিআরপিএফ। মাওবাদীদের সঙ্গে টানা ৭ ঘণ্টা গুলির লড়াই হয় যৌথ বাহিনীর। গুলির লড়াইয়ে খতম ৭ মাওবাদী। এ বিষয়ে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই।
 
সূত্রের খবর, ছত্তিশগড়ের নারায়ণপুর জেলার অবুঝমাঢ়ের জঙ্গলে মাওবাদীদের লুকিয়ে থাকার খবর পায়। রাত ৩টে নাগাদ ছত্তিশগড়ের অবুঝমাঢ়ের জঙ্গলে অভিযান চালায় পুলিশ (ডিসট্রিক্ট রিজার্ভ গার্ড) ও সিআরপিএফের যৌথ বাহিনী। তাতেই মৃত্যু হয়েছে ৭ মাওবাদীর।

ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই জানিয়েছেন, “মাওবাদীদের সঙ্গে একটানা ৭ ঘণ্টা গুলির লড়াই হয় যৌথ বাহিনীর। ৭ মাওবাদীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।“ ফলে দেশকে মাওবাদী মুক্ত করার পথে আরও একধাপ এগোল কেন্দ্র সরকার।