News details

image

25 October, 2024

নবান্নে দানা পর্যবেক্ষণ এ মুখ্যমন্ত্রী।

দানা : নবান্নে দানা পর্যবেক্ষণ এ মুখ্যমন্ত্রী।।

"আমার রাজ্যবাসী যখনই কোনো বিপদের সম্মুখীন হয়েছে, আমি দিবারাত্রি তাদের পাশে থেকেছি। এবারো তার পরিবর্তন হয়নি। আজ নবান্নে, রাজ্যের এমার্জেন্সি অপারেশন সেন্টার থেকে ঘূর্ণিঝড় ডানা পর্যবেক্ষণ করছি। আমাদের সরকার, প্রশাসন এবং সর্বস্তরের জনপ্রতিনিধিরা সর্বদা আপনাদের সেবায় প্রস্তুত। ইতিমধ্যেই আমরা যা যা আমরা করণীয় সব করেছি। আপনারা ভয় পাবেন না, আতঙ্কিত হবেন না। সতর্ক থাকুন। আমরা আছি সর্বক্ষণ আপনাদের রক্ষার্থে।"