'যাঁরা যোগ্য, তাঁদের চাকরি নিশ্চিত করার দায়িত্ব সরকারের', চাকরিহারাদের জন্য বড়ো ঘোষণা মুখ্যমন্ত্রীর
নিজস্ব প্রতিনিধি, কলকাতা - নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারাদের বৈঠকে ডেকে বড় আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। যারা যোগ্য, তাদের চাকরি নিশ্চিত করার দায়িত্ব নিলেন মমতা। ২ মাসের মধ্যে বিকল্প ব্যবস্থার আশ্বাসও দেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, "যাঁরা যোগ্য, তাঁদের চাকরি নিশ্চিত করার দায়িত্ব সরকারের। কোনও রাখঢাক নেই। আইন অনুযায়ী যা করার করব। পথের মধ্যেই পথ খুঁজে নিতে হবে।"
সোমবার মুখ্যমন্ত্রী বলেন, "প্রথমে সিঙ্গল বেঞ্চে, প্রথমে অভিজিতবাবুর বেঞ্চে, একাদশ দ্বাদশ শ্রেণির লিস্ট বাতিল করা হয়। তারপর ডিভিশন বেঞ্চে, সবটাই করা হয়। সিবিআইকে কেস দেওয়া হয়। সিবিআইকে সাহায্য করি, বলি বাছুন, কে যোগ্য, কে অযোগ্য। বলছে ছাব্বিশের ভোটের পর চাকরি করে দেব, আগে একটা কথা আমি আপনাদের বলি, তারপর আমি কী করতে পারি, সেটা আপনাদের বলব। কয়েক দিন ধরে আমাকে… যে মানুষটা জানে না কী হয়েছে, আমি চ্যালেঞ্জ করে বলছি আমি আমার জীবনে জেনেশুনে কারোর চাকরি খাইনি, অনেক বদহজম হওয়া সত্ত্বেও সিপিএমের একটা চাকরিও খাইনি।"
মুখ্যমন্ত্রী আরও বলেন, "আমাদের সংকটের মধ্যে এসে দাঁড় করিয়েছেন। আপনাদের শোকে আমরা পাথর হয়ে গিয়েছি। একথা বলার জন্য আমাকে জেলে ভরাও হতে পারে। আই ডোন্ট কেয়ার। আমি লাল, নীল, হলুদ, সবুজ দেখি না। আমি কারও দায় ঝেড়ে ফেলতে পারি না। আমি কেস স্টাডি করে দেখছিলাম। এখনও সুপ্রিম কোর্ট যোগ্য ও অযোগ্য বলতে পারেনি। আসুন আমরা বঞ্চিত ও যোগ্য দু'ভাগে ভাগ করি। এই নিয়ে আমার প্ল্যান এ, বি, সি সব তৈরি৷ আপনারা নিশ্চিন্তে থাকুন, ভরসা রাখুন৷ মাথার উপরে আমরা আছি, কারও প্রতি কোনও অবিচার হবে না৷ এটা আমি কথা দিয়ে গেলাম৷"