'ধর্ম নিয়ে অধর্মের খেলা খেলতে নেই’, কালীঘাট থেকে সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রীর
নিজস্ব প্রতিনিধি, কলকাতা - দীর্ঘদিনের অপেক্ষার অবসান করে অবশেষে নববর্ষের আগেই তিলোত্তমাকে স্কাইওয়াক উপহার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সন্ধ্যায় কালীঘাটের সাড়ে চারশো মিটার দীর্ঘ স্কাইওয়াকের উদ্বোধন করলেন তিনি। সেখান থেকে সম্প্রীতির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "ধর্ম নিয়ে অধর্মের খেলা খেলতে নেই"।
সূত্রের খবর, সোমবার সন্ধ্যায় কালীঘাটে স্কাইওয়াকের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি তারকেশ্বর, তারাপীঠ থেকে ফুরফুরা শরিফের উন্নয়নের কথা বলেন। এছাড়া ওয়াকফ আইন নিয়ে রাজ্যজুড়ে অশান্তির কথা তুলে ধরে ফের ঐক্যের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "বাংলা সম্প্রীতির মাটি। ধর্ম নিয়ে অধর্মের খেলা খেলতে নেই। কারও উপর যদি আঘাত আসে, সে যে ধর্মের লোকই হোক, আমরা পাশেই দাঁড়াই।আমি আগেও বলেছি, কারও উপর যদি আঘাত আসে তা সে সে বঞ্চিত হোক, নির্যাতিত হোক, পিছিয়ে পড়া হোক—আমরা বরদাস্ত করব না। শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক আন্দোলনের অধিকার সবার রয়েছে। অবশ্যই পুলিশের অনুমতি নিতে হবে। কিন্তু কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। কেউ কেউ প্ররোচনা দেবে, তার ফাঁদে পা দেবেন না। তাহলে যারা প্ররোচনা দিচ্ছে তাদেরই জয় হবে। আর আন্দোলন মানে যে আইন হাতে তুলে নেওয়া নয়। আন্দোলনের অধিকার সবার রয়েছে। তবে কেউ আইন হাতে তুলে নেবেন না।"
মুখ্যমন্ত্রী আরও বলেন, "আমি বরাবরই বলি ধর্ম যার যার, উৎসব সবার। ধর্ম মানে তো শ্রদ্ধা, ধর্ম মানে ভালবাসা, ধর্ম মানে শান্তি, ধর্ম মানে স্বস্তি, সংস্কৃতি, সম্প্রীতি। আর বাংলার মাটি সোনার চেয়েও খাঁটি। তাই বাংলার ঘরে ঘরে বিজয় পতাকা উড়িয়ে দাও সবার উপরে। এই মাটিটাকে ভালবাসো।"