জলপাইগুড়িতে সিমেন্ট বোঝাই ট্রাকের চাকায় পিষ্ঠ শিশু, বিক্ষোভ স্থানীয়দের
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি - নয়া পাড়া এলাকায় ঘটে গেলো এক মর্মান্তিক দুর্ঘটনা। সিমেন্ট বোঝাই ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে মৃত্যু বছর চারেক এক শিশুর। দুর্ঘটনার পর ক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় কোতোয়ালি থানা ও ট্র্যাফিক পুলিশ।
সূত্রের খবর, শনিবার সকালে জলপাইগুড়ির নয়া পাড়া এলাকায় ঘটে দুর্ঘটনাটি। নয়া পাড়া প্রাথমিক স্কুলের সামনে আলু বোঝাই ট্রাকের ভিড়ে আটকে পড়ে শিশুটি। সেই সময় সিমেন্ট বোঝাই একটি ট্রাক তাকে পিষে দেয়। মৃত শিশুর নাম রবি রাউত। তবে এই ঘটনাটি প্রথম নয়, এর আগেও এরম দুর্ঘটনা এই রাস্তায় ঘটেছে। ঘটনার জেরে উত্তেজিত জনতা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে কেতোয়ালি থানা ও ট্র্যাফিক পুলিশ পৌঁছায়।
ঘটনায় স্থানীয়দের অভিযোগ, হিমঘরে আলু রাখার জন্য রাস্তার ওপর আলু বোঝাই গাড়ি থাকায় রাস্তায় চলাচলের জায়গা কমে যায়। প্রশাসন ঠিক মতন ট্র্যাফিক নিয়ন্ত্রণ করতে পারেনা। হিমঘর কর্তৃপক্ষের উচিত তাদের নিজস্ব ট্রাকগুলো রাখার জন্য নির্দিষ্ট জায়গা বরাদ্দ করা।
ঘটনা প্রসঙ্গ সিপিএম জেলা সম্পাদক পীযূষ মিশ্র জানিয়েছেন, ' গত ১০ই ফেব্রুয়ারি বলা হয়েছিল আলু বোঝাই ট্রাকগুলো রাখার জন্য নির্দিষ্ট জায়গা করা, কারণ এর জন্য যানজট সৃষ্টি হচ্ছে। প্রশাসন ঠিক মতন সতর্কতা নিলে এরম দুর্ঘটনা ঘটতো না। আলু রাখার জন্য একটা নির্দিষ্ট সময় ঠিক করে দিক সামনে স্কুলও আছে যাতায়াতের সমস্যা হয় সকলের।'
এছাড়াও, এই প্রসঙ্গে নয়া পাড়া এলাকার পঞ্চায়েত সদস্যার স্বামী মানস বিশ্বাস বলেন, ' রাস্তার একদিক সম্পূর্ণ ব্লক হয়ে যায়। হিমঘর কর্তৃপক্ষের দেখা উচিত যাতে রাস্তাটা ফাঁকা থাকে। সামনে স্কুল আছে। রাস্তা ঠিক না থাকার জন্য অভিভাবকেরা বাচ্চাদের স্কুলে পাঠাচ্ছে না। প্রশাসনের এই বিষয়ে একটু বিশেষ সতর্ক দৃষ্টি দেওয়া উচিত। '