জেলে গুরুতর অসুস্থ চিন্ময় প্রভু
নিজস্ব প্রতিনিধি, ঢাকা - বাংলাদেশের চট্টগ্রামের জেলে আচমকা গুরুতর অসুস্থ হয়ে পড়লেন সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারী। জেলে ঠিকমতো তাঁকে চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। আগামী ২ জানুয়ারি চিন্ময় প্রভুর জামিনের মামলার শুনানি রয়েছে।
সূত্রের খবর, চিন্ময় প্রভুর রক্তচাপ ও রক্তে শর্করার মাত্রা অত্যাধিক কমে গিয়েছে। চট্টগ্রামের হিন্দু সংগঠনগুলির দাবি, জেলে চিন্ময় প্রভুকে সঠিকভাবে চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে না। তবে এক সূত্র মারফৎ খবর, রবিবার জেলে চিন্ময় প্রভুকে দেখতে গিয়েছিলেন চিকিৎসকরা। ওষুধ দেওয়া হয়েছে তাঁকে।
উল্লেখ্য, সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে একজোট হয়েছে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ ও বাংলাদেশ সম্মিলিত সংখ্য়ালঘু। এই জোটের মুখপাত্র ছিলেন চিন্ময় প্রভু। গত ২৫ অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করেছিল বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ। সেই সমাবেশে ভাষণ দেন চিন্ময় কৃষ্ণ দাস। তাঁর বিরুদ্ধে সেই সমাবেশে বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা করেন বিএনপি নেতা ফিরোজ খান।
সেই মামলার পরিপ্রেক্ষিতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করে ঢাকা পুলিশের গোয়েন্দা শাখা। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে বাংলাদেশ। ঢাকা থেকে চট্টগ্রাম সর্বত্র সন্ন্যাসীর গ্রেফতারির প্রতিবাদে বিক্ষোভ দেখায় বাংলাদেশি সংখ্যালঘুরা। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ।
উত্তাল বাংলাদেশে প্রাণ হারিয়েছেন ১ আইনজীবী। চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি নজিমউদ্দিন চৌধুরী জানান, আইনজীবী সইফুল ইসলাম আলমকে চেম্বারের নিচে ধরে কুপিয়ে খুন করে বিক্ষোভকারীরা। তাঁকে সইফপলকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আহত ১০ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
চট্টগ্রামে রাতভর অভিযান চালিয়ে চিন্ময় প্রভুর অনুগামীদের মধ্যে ৩০ জনকে আটক করে বাংলাদেশের যৌথ বাহিনী। রাষ্ট্রদ্রোহ মামলায় মঙ্গলবার ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে পুলিশি হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে আদালত। তাঁকে প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়ার সময় জয় শ্রীরাম ধ্বনিতে উত্তাল হয়ে ওঠে চট্টগ্রাম। প্রিজন ভ্যান থেকে ঐক্যবদ্ধ বাংলাদেশ চাওয়ার বার্তা দেন ইসকনের সন্ন্যাসী।
চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারী বলেন, “আমাদের ৮ দফা দাবিকে সমর্থন করার জন্য ইসলামিক দলগুলির পাশাপাশি সকলের কাছে আমরা আবেদন করছি। আমরা সব গোষ্ঠীর জন্যই শান্তিপূর্ণ সহাবস্থান চাই। এই দেশকে আমরা ভালোবাসি। আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই।“ আদালত চত্বরে শ্রীরাম স্লোগান তুলে ইউনুস সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানায় বাংলাদেশি হিন্দুরা।
রাষ্ট্রদ্রোহের অভিযোগে বাংলাদেশে গ্রেফতার করা হয় ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে। মঙ্গলবার চট্টগ্রামের জেলা আদলাতে তাঁর জামিনের জন্য সওয়াল করেন ৫১ জন আইনজীবী। কিন্তু জামিনের আবেদন খারিজ করে দেয় আদালত। এই ঘটনায় কড়া বার্তা দেয় ভারত সরকার। পাশাপাশি বাংলাদেশ সরকারের তীব্র নিন্দা জানায় ইসকনও।
অবিলম্বে ইসকনের সন্ন্যাসীকে মুক্তির দাবি জানায় ভারতের বিদেশমন্ত্রক। ইউনুস সরকারের আমলে বাংলাদেশের মাটিতে সংখ্যালুঘদের ওপর অত্যাচার নিয়ে সরব হয় মোদি সরকার। এক বার্তা দিয়ে বিদেশমন্ত্রক জানায়, ক্রমাগত মৌলবাদীদের মুক্তাঞ্চল হয়ে উঠেছে বাংলাদেশ। সংখ্যালঘু হিন্দুদের ওপর ক্রমশ বাড়ছে অত্যাচার। সংখ্যালঘুদের স্বার্থরক্ষা করতে ব্যর্থ ইসনুস সরকার।