আদালতে খারিজ চিন্ময় প্রভুর আগাম জামিন মামলা, ব্যর্থ ঢাকার আইনজীবী
নিজস্ব প্রতিনিধি, ঢাকা – এগিয়ে আনা সম্ভব হল না ইসকনের সন্ন্যাসী চিন্ময় প্রভুর জামিন মামলা। নির্ভীক চিত্তে জামিন মামলা এগিয়ে আনার চেষ্টা করেছিলেন ঢাকার আইনজীবী রবীন্দ্র ঘোষ। কিন্তু বৃহস্পতিবার চিন্ময় প্রভুর আগাম জামিন মামলা খারিজ করে দেয় আদালত। ফলে আগামী ২ জানুয়ারি পর্যন্ত জেলেই থাকতে হবে চিন্ময় প্রভুকে।
এদিন চিন্ময় প্রভুর আগাম জামিন মামলার আবেদন করে ওকালতনামা সঙ্গে নিয়ে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে গিয়েছিলেন ঢাকার আইনজীবী রবীন্দ্র ঘোষ। কিন্তু ওকালতনামা জমা দেওয়ার জন্য আদালতের কোনও আইনজীবীর সাহায্য পাননি তিনি। তাই শুধুমাত্র নথিভুক্ত করা হয়েছে তাঁর আবেদন।
ঢাকার আইনজীবী রবীন্দ্র ঘোষ জানিয়েছেন, ‘‘আমি চেষ্টা করেছিলাম। কিন্তু এখানকার কোনও আইনজীবী না থাকায় ঝুলে রয়েছে আমার আবেদন। এখানে সুরাহা না হলে আমরা উচ্চ আদালতে যাব। এই মুহূর্তে বাংলাদেশে বিচারব্যবস্থার ওপর আর ভরসা করা যাচ্ছে না।“
উল্লেখ্য, সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে একজোট হয়েছে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ ও বাংলাদেশ সম্মিলিত সংখ্য়ালঘু। এই জোটের মুখপাত্র ছিলেন চিন্ময় প্রভু। গত ২৫ অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করেছিল বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ। সেই সমাবেশে ভাষণ দেন চিন্ময় কৃষ্ণ দাস। তাঁর বিরুদ্ধে সেই সমাবেশে বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা করেন বিএনপি নেতা ফিরোজ খান।
সেই মামলার পরিপ্রেক্ষিতে সোমবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করে ঢাকা পুলিশের গোয়েন্দা শাখা। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে বাংলাদেশ। ঢাকা থেকে চট্টগ্রাম সর্বত্র সন্ন্যাসীর গ্রেফতারির প্রতিবাদে বিক্ষোভ দেখায় বাংলাদেশি সংখ্যালঘুরা। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ।
উত্তাল বাংলাদেশে প্রাণ হারিয়েছেন ১ আইনজীবী। চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি নজিমউদ্দিন চৌধুরী জানান, আইনজীবী সইফুল ইসলাম আলমকে চেম্বারের নিচে ধরে কুপিয়ে খুন করে বিক্ষোভকারীরা। তাঁকে সইফপলকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আহত ১০ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
চট্টগ্রামে রাতভর অভিযান চালিয়ে চিন্ময় প্রভুর অনুগামীদের মধ্যে ৩০ জনকে আটক করে বাংলাদেশের যৌথ বাহিনী। রাষ্ট্রদ্রোহ মামলায় মঙ্গলবার ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে পুলিশি হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে আদালত। তাঁকে প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়ার সময় জয় শ্রীরাম ধ্বনিতে উত্তাল হয়ে ওঠে চট্টগ্রাম। প্রিজন ভ্যান থেকে ঐক্যবদ্ধ বাংলাদেশ চাওয়ার বার্তা দেন ইসকনের সন্ন্যাসী।
চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারী বলেন, “আমাদের ৮ দফা দাবিকে সমর্থন করার জন্য ইসলামিক দলগুলির পাশাপাশি সকলের কাছে আমরা আবেদন করছি। আমরা সব গোষ্ঠীর জন্যই শান্তিপূর্ণ সহাবস্থান চাই। এই দেশকে আমরা ভালোবাসি। আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই।“ আদালত চত্বরে শ্রীরাম স্লোগান তুলে ইউনুস সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানায় বাংলাদেশি হিন্দুরা।