আজমির শরিফ থেকে মোদিকে খুশির ঈদে 'বিশেষ উপহার' চিশতির
নিজস্ব প্রতিনিধি, দিল্লি – সোমবার খুশির ঈদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ঈদে বিশেষ উপহার পাঠালেন আজমির শরিফের অল ইন্ডিয়া সুফি সাজ্জাদানশিন পরিষদের সভাপতি নাসিরুদ্দিন চিশতি। সরকারের ওয়াকফ সংশোধনীকে সমর্থন করেছেন তিনি।
সূত্রের খবর, এদিন ওয়াকফ সংশোধনীর প্রতিবাদে নমাজ আদায় করা মুসলিমদের হাতে কালো ব্যান্ড পরার আহ্বান জানিয়েছিল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল বোর্ড। সেই অনুযায়ী দিল্লির জামা মসজিদ সহ দেশের বিভিন্ন প্রান্তে কালো ব্যান্ড পরে ঈদের নমাজ পড়েন মুসলিম সম্প্রদায়ের অনেকে।
সৈয়দ নাসিরুদ্দিন চিশতি জানিয়েছেন, “অনেক চিন্তাভাবনার পর এটা করা হয়েছে। বিরোধিতা, সহমত ও দ্বিমত পোষণ গণতন্ত্রের অংশ। সাংবিধানিক উপায়ে কেউ যদি বিরোধিতা করে, তাতে কোনও সমস্যা নেই। তবে ওয়াকফের ক্ষেত্রে আমি মনে করি ওয়াকফ সংশোধন করা দরকার। এই সংশোধনীর ফলে মসজিদ, কবরস্থান সরানো হবে বলে যে দাবি করা হচ্ছে, সেটা ভুল। সরকার খুব শান্তভাবে বিলটি এনেছিল। তা পাঠানো হয়েছে জেসিপিতে। জেসিপি সবার কথা শুনেছে। তার পরেই এবার বিল পেশ করা হবে।“
তিনি আরও জানান, “আমি আশা করি সংশোধনীর পর ওয়াকফে স্বচ্ছতা আসবে। ওয়াকফ সম্পত্তি রক্ষা করা হবে। ওয়াকফের যে সম্পত্তি ইতোমধ্যে দখল হয়ে গিয়েছে তাদের সরিয়ে দেওয়া হবে। ভাড়া বাড়বে যা কমিউনিটির কাজে লাগবে। যারা বলছে, এটা শরিয়তের ব্যাপারে হস্তক্ষেপ, তারা বিভ্রান্তি ছড়াচ্ছে। না, ওয়াকফ ইস্যু আলাদা। ওয়াকফ পরিচালনার জন্য ১৯৫৪ সালে একটি আইন আনা হয়। এর মধ্যে সিস্টেম তৈরি করা হয়েছে। একজন সিইও আছেন, একজন চেয়ারম্যান আছেন, সদস্য আছেন। এর কার্যকারিতা পরিবর্তন কে তা আরও কার্যকর করা হচ্ছে।“