কানাডার উপ-প্রধানমন্ত্রীর পদ থেকে সরলেন ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড, চাপে ট্রুডো
নিজস্ব প্রতিনিধি, কানাডা – আচমকা সোমবার কানাডার অর্থমন্ত্রী তথা উপ-প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেন ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। এর জন্য কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকেই দায়ী করেছেন তিনি। এর জেরে বেজায় চাপে পড়েছেন ট্রুডো। এমনকি ট্রুডোর পদত্যাগের দাবি জানিয়েছেন লিবারেল পার্টির অনেকেই।
সূত্রের খবর, সোমবার সংসদে বাজেট পেশ হওয়ার কয়েক ঘন্টা আগেই ইস্তফা দেন ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। তিনি জানিয়েছেন, এখন আর প্রধানমন্ত্রী আর তাঁর মধ্যে ঐক্যমত নেই। তাঁকে অর্থমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে বলেছেন ট্রুডো। যদিও এখনও পর্যন্ত এই নিয়ে মুখ খোলেননি কানাডার প্রধানমন্ত্রী।
ট্রুডোকে খোলা চিঠি দিয়ে ফ্রিল্যান্ড জানিয়েছেন, “কানাডার জন্য এগিয়ে যাওয়ার সেরা পথ নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে, আপনার এবং আমার মধ্যে মতভেদ হয়েছে। শুক্রবার আপনি আমায় বলেছিলেন, আপনি আর আমাকে আপনার অর্থমন্ত্রী হিসাবে দেখতে চান না। আমায় তার বদলে মন্ত্রীসভায় আরেকটি পদ গ্রহণের প্রস্তাব দিয়েছিলেন। ভাবনা-চিন্তা করে আমি সিদ্ধান্ত নিয়েছি, মন্ত্রীসভা থেকে পদত্যাগ করাই আমার জন্য একমাত্র সৎ ও কার্যকর পথ।“