সাদা কুয়াশার চাদরে মুড়ল শহর, ব্যহত বিমান পরিষেবা
নিজস্ব প্রতিনিধি, কলকাতা - রাজ্য জুড়ে কুয়াশার দাপট। যার জেরে দৃশ্যমানতা কমেছে অনেক। বন্ধ করা হয়েছে ভেসেল পরিষেবা। ব্যহত বিমান পরিষেবা। পাশাপাশি গতি কমেছে ট্রেন চলাচলের। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি।
তবে কুয়াশা থাকলেও তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পশ্চিমি ঝঞ্ঝার কারণে রাজ্যে বাধা পাচ্ছে উত্তুরে হাওয়া। নতুন করে ১০ জানুয়ারি একটি পশ্চিমি ঝঞ্ঝা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে উত্তর ও দক্ষিণবঙ্গে আপাতত তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী থাকছে বলে খবর। তবে তাপমাত্রার তারতম্যে এবং জলীয় বাষ্পের কারণে ঘন কুয়াশার সতর্কতা থাকবে উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই।
সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ২৩.২ ডিগ্রি। এ দিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯১ শতাংশ ও সর্বনিম্ন ৬৬ শতাংশ। মঙ্গলবার আরও ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রার পারদ। বুধবার থেকে অবশ্য কিছুটা হলেও শীত অনুভব হতে পারে দক্ষিণবঙ্গে।
উত্তর এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত কয়েক দিন ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। উত্তর ২৪ পরগনায় ঘন কুয়াশার কারণে সকালের দিকে দৃশ্যমানতা কমতে পারে ১৯৯ থেকে ৫০ মিটার পর্যন্ত। এই জেলার পাশাপাশি পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতেও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আপাতত দক্ষিণের সব জেলাতেই শুকনো আবহাওয়া থাকবে।
যদিও উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বুধবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে হালকা বৃষ্টি হতে পারে। উত্তরের সব জেলাতেই ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। দৃশ্যমানতা কমতে পারে ৫০ মিটার পর্যন্ত।