News details

image

Rabi Mondal / 14 December, 2024

নাবালিকা ধর্ষণে গ্রেফতার সিভিক পুলিশ

নিজস্ব প্রতিনিধি, বীরভূম - ফের ধর্ষণ বাংলায়। এবার শিকার ১৩ বছরের নাবালিকা। মুখ বন্ধ রাখতে নির্যাতিতাকে মেরে ফেলারও হুমকি দেয় ধর্ষক। 

 বীরভূমের সিউড়ি মহম্মদ বাজারের বাসিন্দা চীরঞ্জীব সিংহ। পেশায় সিভিক পুলিশ। কালীপুজোর পরের দিন প্রতিবেশী এক নাবালিকাকে পড়তে যাবার সময়ে ধর্ষণ করে চীরঞ্জীব। সেই সঙ্গে চালায় যৌন নির্যাতন। তারপর কাউকে কিছু না জানানোর জন্যে হুমকিও দেয় ওই নাবালিকাকে। 

 ভয়ের কারণে বাড়িতে কিছুই জানায়নি ওই নাবালিকা। এরপর ডিসেম্বর মাসে মেয়েটির শারীরিক অবস্থার অবনতি হলে বাড়ি থেকে জানতে চাওয়া হয় কি হয়েছে। এরপরেই মায়ের কাছে সব স্বীকার করে সে। জানতে পেরে শুক্রবার রাতে সিউড়ি মহিলা পুলিশ থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার বাবা। অভিযোগের ভিত্তিতে চিরঞ্জীব সিংহকে গ্রেফতার করে পুলিশ।