News details

image

Rabi Mondal / 18 December, 2024

মাঠ দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাংলাদেশে, মৃত ৩, আহত শতাধিক 

নিজস্ব প্রতিনিধি, ঢাকা – ফের উত্তপ্ত হয়ে উঠল বাংলাদেশ। টঙ্গীতে ইজতেমার মাঠ দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে মৃত্যু হয়েছে ৩ জনের। গুরুতর আহত হয়েছেন প্রায় শতাধিক। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার গভীর রাত ৩ টে নাগাদ তুরাগ নদীর পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজ সহ বিভিন্ন রাস্তা দিয়ে ইজতেমা মাঠে প্রবেশ করে এক দল। সেই সময় ভিতরে যারা ছিল, তাঁরা ইটপাটকেল, পাথর ছুঁড়তে থাকে। শুরু হয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ।

বুধবার সকালে সংঘর্ষ আরও বড় আকার ধারণ করে। এর জেরে প্রাণ হারিয়েছেন ৩ জন। এর মধ্যে রয়েছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার এগারসিন্দু এলাকার বাচ্চু মিঞা (৭০) ও ঢাকার দক্ষিণখানের বেড়াইদ এলাকার বেলাল (৬০)। আর একজনের পরিচয় জানা যায়নি।

আহতদের ভর্তি করা হয়েছে ঢাকা মেডিক্যাল সহ বিভিন্ন হাসপাতালে। সংঘর্ষের জেরে আতঙ্ক ছড়িয়েছে এলাকাজুড়ে। ওই এলাকায় মোতায়েন করা হয়েছে ৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।