image

দেশ / 13 January, 2025

ছত্তিশগড়ের জঙ্গলে দুই পক্ষের সংঘর্ষ অব্যাহত, খতম ৫ মাওবাদী, আহত ২ পুলিশকর্মী

নিজস্ব প্রতিনিধি, বিজাপুর – ছত্তিশগড়ের জঙ্গলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের সংঘর্ষ অব্যাহত। ডিআরজি, এসটিএফ ও ডিসট্রিক্ট ফোর্সের যৌথ বাহিনীর অভিযানে খতম ৫ মাওবাদী। আহত হয়েছেন ২ পুলিশকর্মী, এখনও গোটা এলাকায় চিরুনি তল্লাশি চালানো হচ্ছে।

পুলিশ আধিকারিক পি সুন্দররাজ জানান, গুলির লড়াই শেষে বিজাপুরের গভীর জঙ্গল থেকে ৫ মাওবাদীদের দেহ উদ্ধার হয়েছে। এর মধ্যে ৩ জন পুরুষ এবং ২ জন মহিলা। উদ্ধার করা হয়েছে রকেট লঞ্চার-সহ বেশ কিছু অস্ত্রসস্ত্র। বিজাপুরে একটি দেশি ল্যান্ডমাইনের বিস্ফোরণে আহত হয়েছেন ২ পুলিশকর্মী। 

উল্লেখ্য, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার বিকেল থেকে দন্তেওয়াড়া এবং নায়ারণপুর জেলার সীমানায় অবুঝমাড়ের জঙ্গলে মাওবাদীদের নাশকতার ছক ভেস্তে দেওয়ার জন্য অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী ও পুলিশ। মাওবাদীদের বুঝতে পেরে গুলি চালায় যৌথ বাহিনী। এর জেরে খতম হয় ৪ মাওবাদী। মাওবাদীদের পাল্টা গুলিতে মৃত্যু হয় ১ পুলিশকর্মীর।

পুলিশ সূত্রে খবর, যৌথ বাহিনীর অভিযানে এখনও পর্যন্ত ৪ জন মাওবাদী খতম হয়েছে। মৃত্যু হয়েছেন ডিসট্রিক্ট রিসার্ভ গার্ডের হেড কনস্টেবল সান্নু করম। ঘটনাস্থল থেকে একে-৪৭ রাইফেল এবং সেলফ লোডিং রাইফেল সহ বেশ কিছু স্বয়ংক্রিয় অস্ত্র উদ্ধার করা হয়।

এরপর গত শনিবার রাতে ছত্তিশগড়ে যৌথ অভিযান চালায় নিরাপত্তা বাহিনী ও পুলিশ। এনকাউন্টারে খতম হয় ৪ মাওবাদী। ৪৮ ঘণ্টার মধ্যেই এর প্রতিশোধ নিল মাওবাদীরা। মাওবাদীদের বিস্ফোরণের মুখে পড়ে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের একটি গাড়ি। এর জেরে মৃত্যু হয়েছে ৯ জন নিরাপত্তারক্ষীর।

বাস্তারের পুলিশকর্তা জানান, “দান্তেওয়াড়া, নারায়াণপুর ও বিজাপুরে যৌথ অভিযান সেরে ফিরছিল ডিআরজির গাড়ি। সোমবার দুপুর ২টো ১৫ মিনিট নাগাদ আমবেলী গ্রামের কাছে বিজাপুরের কুটরু রোডে ওই গাড়িতে আইইডি বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা। প্রাণ হারান ৯ জন নিরাপত্তারক্ষী।“

We are Tv19 network (Tv19 Bangla, Tv19 Bharat, Tv19 India) your trusted source for in-depth, accurate, and timely digital news coverage, delivering breaking stories, insightful analysis, and engaging multimedia content across directly to your fingertips.

Our Contact

Email : info@tv19media.com
For advertisement : Call +91 8100688819
For Internship & news : Call +91 8100360951

© Tv19 Bengali . All Rights Reserved. : Total Visit :

Web Analytics