News details

image

Rabi Mondal / 24 November, 2024

উত্তপ্ত উত্তরপ্রদেশ, শাহি জামা মসজিদের সমীক্ষাকে কেন্দ্র করে সংঘর্ষ, মৃত ৩

নিজস্ব প্রতিনিধি, উত্তরপ্রদেশ – রবিবার শাহি জামা মসজিদের সমীক্ষাকে কেন্দ্র করে উত্তপ্ত উত্তরপ্রদেশ। পুলিশ-উন্মত্ত জনতার সংঘর্ষে মৃত্যু হয়েছে ৩ জনের। সমীক্ষা চলাকালীন অশান্তি এড়াতে মোতায়েন করা হয়েছিল বিরাট পুলিশ বাহিনী ও ব়্যাপিড অ্যাকশন ফোর্স। তবুও ছড়াল অশান্তি। 

স্থানীয় সূত্রে খবর, রবিবার সকাল ৬টা নাগাদ উত্তরপ্রদেশের সম্ভলে শাহি জামা মসজিদের কাছে পৌঁছয় সমীক্ষক দলের সদস্যরা। দলে ছিলেন জেলাশাসক রাজেন্দ্র পানসিয়া, পুলিশ সুপার কৃষ্ণ বিষ্ণোই, মহকুমাশাসক বন্দনা মিশ্রা, সার্কেল অফিসার অনুজ চৌধুরী ও তহসিলদার রবি সোনকার। 
 
পুলিশ সূত্রে খবর, পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ে উন্মত্ত জনতা। এমনকি হামলাকারীরা গুলি গুলিও চালায় বলে অভিযোগ। একাধিক গাড়িতে আগুন লাগিয়ে দেয় তাঁরা। হামলাকারীদের রুখতে পালটা লাঠিচার্জ করে পুলিশ। দু পক্ষের সংঘর্ষে প্রাণ হারান ৩ জন। আহত হন ১ পুলিশকর্মী ও ২ জন হামলাকারী। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।  

পরিস্থিতি স্বাভাবিক হলে সমীক্ষার কাজ শুরু করা হয়। উল্লেখ্য, শাহি জামা মসজিদ আসলে শ্রী হরিনাথ মন্দির, এই দাবি জানিয়ে গত ১৯ নভেম্বর কেলা দেবী মন্দির কমিটির তরফে মামলা করা হয়। মামলাকারীদের আবেদনের পর শাহি জামা মসজিদের ভিডিওগ্রাফি সমীক্ষা করার নির্দেশ দেন বিচারক আদিত্য সিং।