বড়মার নামে হবে ফেরিঘাট, মন্দিরে পুজো দিয়ে ঘোষনা মুখ্যমন্ত্রীর
নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগনা - উপনির্বাচনে নৈহাটি দখলে রেখেছে তৃণমূল। তার পর পরই মঙ্গলবার নৈহাটিতে বিখ্যাত বড়মার মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে বড়মার নামে ফেরিঘাট তৈরির ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী।
মন্দিরের নিয়ম অনুয়ায়ী ২ টো থেকে ৪টে পর্যন্ত মন্দিরে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকে। দর্শনার্থীদের যাতে কোনও সমস্যা না হয় সেইজন্যই মঙ্গলবার দুপুরে মায়ের জন্য বেনারসী শাড়ি ও নারকেলের নারু, মিষ্টি নিয়ে বড়মার মন্দিরে উপস্থিত হন মুখ্যমন্ত্রী। এরপর পুজো দেন তিনি। এদিন তাঁর সঙ্গে ছিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, বিধায়ক সনৎ দে, সুবোধ অধিকারী, মঞ্জু বসু, ডিজি রাজীব কুমার।
প্রণাম করে প্রসাদ গ্রহণ করে বেরিয়ে এসে জানান, এতদিন পর এখানে পুজো দিয়ে ভালো লাগছে। আগেই আসার চেষ্টা করেছিলেন। তিনি জানান, "পাঁচ বছর আগে এসেছিলাম। সে সময় এখানে এসে আমি রাস্তায় নেমে ঘণ্টা দুয়েক বসে ছিলাম। সাধারণ মানুষ যাতে ভয় না পেয়ে বাড়ির বাইরে বার হতে পারেন, তা নিশ্চিত করতে চেয়েছিলাম।"
এদিন নৈহাটি নিয়ে একগুচ্ছ কর্ম সূচি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এদিন মমতা বলেন, 'নৈহাটি ও ভাটপাড়া হাসপাতালে ওপিডি করা হবে। তাহলে আর এক্স রে বা অন্যান্য পরীক্ষা করতে অন্যত্র ছুটোছুটি করতে হবে না। বড়মার মন্দিরের কাছে একটি পুলিশ ফাঁড়ি হবে। এখানে যে ফেরিঘাট আছে, তার সংস্কারের কাজ হবে। ঘাটের নাম হবে বড়মার নামে। সাংসদ তহবিল থেকে ১০ লক্ষ টাকা দেব। "