News details

image

Rabi Mondal / 15 December, 2024

টাকা ধার দেওয়া নিয়ে বচসা, ভাইকে খুনের চেষ্টা করল যুবক

নিজস্ব প্রতিনিধি, কলকাতা - পারিবারিক বিবাদের জেরে ভাইকে খুন করার চেষ্টা করল ২ যুবক। ছুরি বিদ্ধ হন সফি আহমেদ নামের এক যুবক। ঘটনাটি ঘটেছে তালতলা থানা এলাকায়।

 সূত্রের খবর, শনিবার রাত সাড়ে দশটা নাগাদ তালতলা থানা এলাকায় আগা মেহেদি স্ট্রিটে ছুরি বিদ্ধ হন সফি আহমেদ।রাতে আগা মেহেদী স্ট্রিটে সফি আহমেদের সবজির দোকানে মামাতো ভাই সইফ এবং আফ্রিদির সঙ্গে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। দোকানের জিনিসপত্র উল্টে দেয়। তাঁদের সঙ্গে পরে যোগ দেয় তাদের আরেক খুড়তুতো ভাই সইফ। হঠাৎ করেই ছুরি দিয়ে সফি আহমেদের পেটে আঘাত করে আফ্রিদি।

 তড়িঘড়িসফি আহমেদকে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। মূলত পারিবারিক বিবাদের জেরে এই ঝামেলা। টাকা ধার নিয়ে ফেরত না দেওয়াকে কেন্দ্র করে শুরু হয় বচসা।