চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জট অব্যাহত, ফের স্থগিত বৈঠক
নিজস্ব প্রতিনিধি, দুবাই – আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জট অব্যাহত। ফের স্থগিত হয়ে গেল বৈঠক। শেষ পর্যন্ত কোথায় চ্যাম্পিয়ন্স ট্রফি হবে? ভারত কি আরব আমিরশাহীতে খেলবে? পাকিস্তান কি হাইব্রিড মডেল মেনে নেবে? এইসব প্রশ্নের উত্তর এদিনও মিলল না। আগামী ৭ ডিসেম্বর ফের বৈঠক হতে পারে।
সূত্রের খবর, হাইব্রিড মডেলে রাজি হওয়ার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডকে চরম হুঁশিয়ারি দিয়েছে আইসিসি। আশা করা হচ্ছে, হয়তো এবার হাইব্রিড মডেলে রাজি হতে পারে পাক বোর্ড। উল্লেখ্য, এর আগে আইসিসি যদি সেই ৩ শর্ত মেনে নেয় তবেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে হাইব্রিড মডেলে রাজি হবে পিসিবি।
কি কি শর্ত দিয়েছে পাক বোর্ড?
১. ভারতে যে আগামী আইসিসি ইভেন্টগুলি রয়েছে সেগুলিও হাইব্রিড মডেলে করতে হবে। ভারতে খেলবে না পাকিস্তান। পাকিস্তানের সব ইভেন্ট কোনও নিরপেক্ষ দেশে ফেলতে হবে।
২. গ্রুপ পর্বে যদি ভারত বাদ পড়ে তাহলে সূচি অনুযায়ী সেমিফাইনাল ও ফাইনাল লাহোরেই আয়োজন করতে হবে।
৩. দুবাইয়ে গ্রুপ পর্ব ও নকআউট পর্বের ম্যাচ খেলতে পারে ভারত। তবে ভারতের বিরুদ্ধে যে দলগুলি খেলতে যাবে তাদের নিরাপত্তা পর্যাপ্ত থাকতে হবে।
উল্লেখ্য, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। রাজনৈতিক ইস্যুতে ২০০৮ সালের পর থেকে পাকিস্তানে ক্রিকেট খেলতে যায় না ভারতীয় দল।