কাটল না চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জট, শনিতে ফের বৈঠক আইসিসির
নিজস্ব প্রতিনিধি, দুবাই – শুক্রবারও কাটল না আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জট। শেষ পর্যন্ত কোথায় চ্যাম্পিয়ন্স ট্রফি হবে? ভারত কি আরব আমিরশাহীতে খেলবে? পাকিস্তান কি হাইব্রিড মডেল মেনে নেবে? এইসব প্রশ্নের উত্তর এদিনও মিলল না। শনিবার ফের বৈঠকে বসবে আইসিসি। সেদিন কি কাটবে জট? এখন সেদিকেই তাকিয়ে ক্রিকেটমহল।
আগেই বিসিসিআই জানিয়ে দিয়েছে, পাকিস্তানে যাবে না ভারতীয় দল। পিসিবিকে হাইব্রিড মডেলের বিকল্প দিয়েছিল আইসিসি। ঠিক যেমনটা হয়েছিল এশিয়া কাপের সময়। কিন্তু হাইব্রিড মডেল মানতে নারাজ পাকিস্তান ক্রিকেট বোর্ড। এদিনও জট কাটল না। বিপাকে পড়ল আইসিসি। এই টানাপড়েনের জেরে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি প্রকাশ করা সম্ভব হল না।
উল্লেখ্য, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। রাজনৈতিক ইস্যুতে ২০০৮ সালের পর থেকে পাকিস্তানে ক্রিকেট খেলতে যায় না ভারতীয় দল।