বাড়ছে কংগ্রেস সিপিএম দুরত্ব, রাজ্যসভায় বিকাশ বনাম শুভঙ্কর
নিজস্ব প্রতিনিধি, কলকাতা - বিজেপির বিরুদ্ধে জোট করেছে কংগ্রেস ও সিপিএম। কিন্তু এবার সেই সম্পর্কে ধরেছে ফাটল। কংগ্রেসকে সরাসরি আক্রমণ করেছে সিপিএমের রাজ্যসভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য। আর তার প্রত্যুত্তরে ময়দানে নেমেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার।
সূত্রের খবর, সম্প্রতি কংগ্রেসের অন্দরে কিছু সদস্য আছেন যাঁরা আরএসএসের দিকে ঝুঁকে রয়েছে বলে মন্তব্য করেন বিকাশরঞ্জন ভট্টাচার্য। রাজনৈতিক সমীকরণ পাল্টাতে পারে সেটাও উল্লেখ করেছেন। এবার সেই নিয়ে কড়া জবাব দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। শুভঙ্কর বলেন, "বিকাশরঞ্জন ভট্টাচার্য শ্রদ্ধেয় মানুষ, বিশিষ্ট আইনজীবী। আমি শ্রদ্ধা করি। তিনি অহেতুক এই সময়ে এই প্রশ্ন তুলেছেন। আমার মনে হয়, এই সব প্রশ্ন তোলার আগে রাজ্যসভা থেকে পদত্যাগ করে দেওয়া উচিত। কংগ্রেস বিধায়কদের সমর্থন নিয়ে উনি রাজ্যসভায়। আমাদের প্রত্যেকের কিছু রাজনৈতিক ব্যাকরণ মানা প্রয়োজন। বহু কংগ্রেস নেতা আমাকে বলেছেন। আমি কাউকে কোনও বয়ান দিতে বারণ করেছি। কংগ্রেসের আরএসএস লোক আছে বলছেন, তিনি আরএসএসের হয়ে কাজ করছেন না, এটা যদি কংগ্রেসের থেকে বলে কোনও অন্যায় হবে কি?"
উল্লেখ্য কংগ্রেস নিয়ে সাম্প্রতিককালে বিতর্কিত মন্তব্য করেন বিশিষ্ট আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি বলেন, "রাজনৈতিক সমীকরণ পরিবর্তন হয়। সামাজিক পরিস্থিতি পরিবর্তন হয়। সেই সমস্ত পরিবর্তিত পরিস্থিতির উপর দাঁড়িয়ে রাজনৈতিক সমীকরণও বদলায়। রাজনৈতিক সমীকরণ বদলেছে মানেই যে অতীতের ঘটনাগুলি ইতিহাস থেকে মুছে যায়, তা তো নয়। উপেক্ষা করতে পারব যে, ইন্দিরা গান্ধীর আমলে যে ইমার্জেন্সি হয়েছিল, ইর্মাজেন্সি তো অত্যন্ত কালো অধ্যায়। আমি তো সংসদে ৩ মিনিটের সময়ের মধ্যে একথা বলেছি। সাংবিধানিক ইতিহাসে ইর্মাজেন্সি একটা কালো দাগ। পাশাপাশি, ইন্দিরা গান্ধী ক্ষমা চেয়েছেন, সেটাও বলেছি। এটা ঐতিহাসিক ঘটনা।"
সিপিএম নেতা আরও বলেন, "কংগ্রেসের মধ্যে একদল মানুষ আছে, যাঁরা প্রকৃত পক্ষে আরএসএসের দিকেই মতামত প্রকাশ করছেন। যাঁর বিরুদ্ধে রাহুল লড়াই করছেন। সাঁইবাড়ির ঘটনা নিয়ে দক্ষিণপন্থার পক্ষ থেকে বামপন্থীদের বিরুদ্ধে অনেক কুত্সা অপপ্রচার করা হয়েছে। সেটা কংগ্রেসের দিকে আনুষ্ঠানিকভাবে হয়নি। কংগ্রেসের সেসময়ে যে ভূমিকা ছিল, সেই ভূমিকা তত্কালীন সময়ে স্বৈরাচারী ভূমিকা ছিল। তাঁর বিরুদ্ধে সিপিআইএমের লড়াই, সেই লড়াই আজও চলছে। কিন্তু আজকে লড়াইয়ের প্রেক্ষিতটা পালটে গেছে।"