আম্বেদকর ইস্যুতে অমিত শাহের পদত্যাগের দাবি কংগ্রেসের
নিজস্ব প্রতিনিধি, দিল্লি – মঙ্গলবার সংসদে বিআর আম্বেদকরকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপরই সরব হয়ে ওঠে বিরোধীরা। সংসদ চত্বরে আম্বেদকরের ছবি নিয়ে বিক্ষোভ দেখান বিরোধী শিবিরের সাংসদরা। অমিত শাহের পদত্যাগের দাবি জানিয়েছে কংগ্রেস।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে বলেন, "অমিত শাহের এই মন্তব্যে এটা স্পষ্ট হয়ে গিয়েছে, আরএসএস আসলে তেরঙ্গা এবং অশোক চক্রের বিরুদ্ধে মত পোষণ করে। দেশের দলিত, আদিবাসী, পিছিয়ে পড়া অংশের জনগণ, সংখ্যালঘু ও গরিবদের জন্য বাবাসাহেব আম্বেদকর ভগবানের চেয়ে কম কিছু নন।“ অমিত শাহের পদত্যাগ চেয়ে সরব হন তিনি।
উল্লেখ্য, মঙ্গলবার সংসদে অমিত শাহ বলেন, “এখন এক ফ্যাশন হয়েছে। আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর। এত বার যদি ভগবানের নাম নিতো তাহলে সাত জন্ম স্বর্গবাস হত।“