News details

image

Rabi Mondal / 19 December, 2024

আম্বেদকর ইস্যুতে শাহের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, দিল্লি – তৃণমূল কংগ্রেসের পর এবার কংগ্রেস। আম্বেদকর ইস্যুতে শাহের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। আম্বেদকরকে নিয়ে শাহের বিতর্কিত মন্তব্যের জেরে সংসদ চত্বরে বিক্ষোভ দেখান বিরোধী শিবিরের সাংসদরা। শাহের পদত্যাগের দাবিও জানান বিরোধীরা। 

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের দাবি, “এই সদনে দাঁড়িয়ে কোনওরকম দুর্ব্যবহার, অবমাননাকর মন্তব্য বা এমন আচরণ যাতে এই সদনের সঙ্গে যুক্ত কারও অসম্মান হয়, সবগুলিই স্বাধিকার ভঙ্গের শামিল। তাই শাহকে শাস্তি দেওয়া উচিত।“ 
 
বুধবার শাহের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ দিয়েছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন। এর জন্য তৃণমূলকে ধন্যবাদ জানিয়েছে বিআর আম্বেদকরের নাতি প্রকাশ আম্বেদকর বলেন, “ভালো লাগছে ডেরেক এই লড়াইয়ের সঙ্গী হয়েছেন এটা জেনে।“ 

উল্লেখ্য, মঙ্গলবার সংসদে বিআর আম্বেদকরকে নিয়ে মন্তব্য করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, “এখন এক ফ্যাশন হয়েছে। আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর। এত বার যদি ভগবানের নাম নিতো তাহলে সাত জন্ম স্বর্গবাস হত।“