রোজা বিতর্কে শামির পাশে রোহিতকে 'মোটা' বলা কংগ্রেস নেত্রী
নিজস্ব প্রতিনিধি, দিল্লি - চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে মাঠের মধ্যে জুস পান করেন ভারতের তারকা পেসার মহম্মদ শামি। রোজা না রাখায় তুমুল সমালোচনার মুখে পড়েন তিনি। এবার তাঁর পাশে দাঁড়িয়েছেন রোহিতকে 'মোটা' বলা কংগ্রেস নেত্রী শামা মহম্মদ।
এক সাক্ষাৎকারে শামা মহম্মদ জানান, "ইসলামে রমজান মাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। আমরা যখন ভ্রমণ করি, তখন আমাদের রোজা করার দরকার নেই। মহম্মদ শামি ভ্রমণ করছেন এবং তিনি নিজের বাড়িতে নেই। তিনি এমন একটি খেলা খেলছেন যেখানে তিনি খুব তৃষ্ণার্ত হতে পারেন।"
তিনি আরও বলেন, "এটা নিয়ে কেউ জোর করতে পারে না যে আপনি যখন এমন একটি খেলা খেলছেন, তখনও আপনাকে রোজা রাখতে হবে এটি আপনার কাজ যা খুবই গুরুত্বপূর্ণ। ইসলাম একটি অত্যন্ত বৈজ্ঞানিক ধর্ম।"
উল্লেখ্য, শামির বিরুদ্ধে অল ইন্ডিয়া মুসলিম জামাতের প্রেসিডেন্ট মৌলানা শাহাবুদ্দিন রাজভি বরেইলভিওর দাবি, “ইসলামের অবশ্য পালনীয় কর্তব্যের মধ্যে অন্যতম হল রোজা। কোনও সুস্থ মানুষ যদি রোজা না করে তাহলে সে বিরাট পাপ করেছে।
তাঁর আরও দাবি, "কয়েকদিন আগে মহম্মদ শামি ম্যাচ চলাকালীন কিছু একটা পান করছিল, সেটা সবাই দেখেছে। মাঠে নেমে খেলছে মানে সে সুস্থ। তা সত্ত্বেও রোজা রাখেনি, উলটে জলও পান করেছে। রমজান মাসে রোজা না রেখে শামি যা কাজ করেছেন, তা ইসলামের চোখে অপরাধ। আর সেজন্য আল্লাহের কাছে জবাব দিতে হবে।"