News details

image

Rabi Mondal / 13 December, 2024

প্রতিনিয়ত হেনস্থা, গ্রেফতার অতুলের শাশুড়ি ও শ্যালক   

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু – বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েও কোনও লাভ হল না। শুক্রবার গ্রেফতার করা হল আত্মঘাতী অতুল সুভাষের শাশুড়ি এবং শ্যালককে। অতুলের স্ত্রী নিকিতা সিংহানিয়াকে তলব করেছে কর্ণাটক পুলিশ। তাঁদের বিরুদ্ধে অতুলকে প্রতিনিয়ত হেনস্থা, নির্যাতন, মিথ্যা মামলায় ফাঁসানো, জোর করে টাকা আদায়ের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার গভীর রাতে উত্তরপ্রদেশের জালাউনের বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিলেন অতুলের শাশুড়ি নিশা সিংহানিয়া ও শ্যালক অনুরাগ সিংহানিয়া। পালিয়ে গেলেও কর্ণাটক পুলিশের জালে ধরা পড়ল তাঁরা। যদিও অতুলের শাশুড়ি ও শ্যালককে কোথা থেকে গ্রেফতার করা হয়েছে, তা জানায়নি পুলিশ। নিকিতার উত্তরপ্রদেশের বাড়ির বাইরে নোটিস ঝুলিয়েছে কর্নাটক পুলিশ।

উল্লেখ্য, ৯ ডিসেম্বর বেঙ্গালুরু থেকে উদ্ধার করা হয় ৩৪ বছরের অতুল সুভাষের নিথর দেহ। তাঁর স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের মামলা চলছিল। অভিযোগ, স্ত্রী এবং তাঁর পরিবার একাধিক বার হেনস্থা করেছে তাঁকে। আত্মঘাতী হওয়ার আগে ২৪ পাতার স্যুইসাইড নোটের পাশাপাশি দেড় ঘণ্টার একটি ভিডিও রেকর্ড করে গিয়েছেন অতুল।  

অতুলের স্ত্রীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে মামলা রজু করে পুলিশ। অতুল সুভাষ উত্তরপ্রদেশের বাসিন্দা। বেঙ্গালুরুতে কর্মসূত্রে থাকতেন তিনি।