জাতীয় মহিলা কমিশনের রোষানলে ‘বিতর্কিত’ ইউটিউবার রণবীর
নিজস্ব প্রতিনিধি, দিল্লি - রোস্ট শো ইন্ডিয়াস গট লেটেন্টে মা-বাবার যৌনতা নিয়ে বেফাঁস মন্তব্য করায় রাতারাতি বদলে যায় বিখ্যাত ইউটিউবার রণবীর আল্লাহবাড়িয়ার জীবন। এবার জাতীয় মহিলা কমিশনের রোষানলে পড়লেন তিনি।
সূত্রের খবর, বৃহস্পতিবার জাতীয় মহিলা কমিশনের দফতরে গিয়েছিলেন রণবীর আল্লাহবাড়িয়া এবং অপূর্ব মাখিজা। জাতীয় মহিলা কমিশনের ম্যারাথন জেরার মুখে পড়েন রণবীর। তাঁকে প্রতিশ্রুতি দিতে হবে যে তাঁর পডকাস্ট অনুষ্ঠানগুলিতে নৈতিকতা এবং শালীনতার কাঙ্ক্ষিত মান তিনি বজায় রাখবেন।
উল্লেখ্য, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন রণবীর আল্লাহবাড়িয়া। মঙ্গলবার বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি এন কোটিশ্বর সিংয়ের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, “এটা যদি অশ্লীলতা না হয়, তাহলে অশ্লীলতা কী? রণবীর আল্লাহবাড়িয়ার মনে অনেক নোংরা জমেছিল। তিনি ওই শো চলাকালীন তা বমি করে উগরেছেন। বাবা-মায়েদেরও অপমান করেছেন তিনি। যে মন্তব্য আপনি করেছেন তাতে বাবা-মা, মেয়ে, বোনেরা লজ্জা পাবেন। সমাজ লজ্জা পাবে। এই মন্তব্য বিকৃত মনের পরিচয়।“
বিচারপতি সূর্য কান্ত বলেন, “সমাজের কিছু মূল্যবোধ রয়েছে। সেই মূল্যবোধের মাপকাঠি কী তা আপনি জানেন? সমাজের নিজস্ব যে সব মূল্যবোধ রয়েছে, সেগুলির প্রতি আপনার শ্রদ্ধা থাকা দরকার। বাকস্বাধীনতার নামে সমাজের নিয়ম-নীতির বিরুদ্ধে যার যা খুশি বলার লাইসেন্স থাকতে পারে না।“
তবে চরম ভর্ৎসনা করলেও আপাতত রণবীর আল্লাহবাড়িয়াকে গ্রেফতার করতে পারবে না পুলিশ। এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের পরবর্তী নির্দেশের আগে কোনও শো সম্প্রচারিত করতে পারবে না রণবীর। থানে পুলিশের কাছে নিজের পাসপোর্ট জমা দিতে হবে তাঁকে।