সুন্দরবন জঙ্গলে বসবে ক্যামেরা, শুরু হবে বাঘ সুমারি
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা - সুন্দরবনে বাঘের সংখ্যা জানতে শুরু হবে বাঘ সুমারির কাজ। তার জন্য ইতিমধ্যে শুরু হয়েছে তোড়জোড়। এবার ৪৫ দিন ধরে চলবে ক্যামেরা ট্র্যাপিংয়ের কাজ। ক্যামেরার মাধ্যমেই নজরে আসবে বাঘেদের সংখ্যা। আগামী সপ্তাহ থেকে শুরু হবে গননার এই কাজ। আর তাই ১ ডিসেম্বর থেকে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল পর্যটকদের জন্য শুক্রবার করে বন্ধ থাকতে চলেছে।
সুন্দরবনের ৪১০০ বর্গ কিলোমিটার জঙ্গলের এলাকা জুড়ে আগামী সপ্তাহের ২১ নভেম্বর তারিখ থেকে জঙ্গলে ক্যামেরা বসাবেন বনকর্মীরা। বসানো হবে প্রায় ১৪৪৪টি ক্যামেরা। এই ক্যামেরার মাধ্যমে জানা যাবে কোন এলাকায় বেশি ঘুরছে বাঘেরা। সব কিছু রেকর্ড করা হবে ক্যামেরায়। বাঘেদের যাতায়াত, দৌড়ে শিকার ধরা, শাবকদের নিয়ে মা বাঘের বিশ্রাম সব ধরা পড়বে ক্যামেরায়। সঙ্গে উঠে আসতে পারে অনেক অজানা তথ্য।
সুন্দরবন টাইগার রিজার্ভ সূত্রে খবর, জঙ্গলের বড় অংশে ক্যামেরা লাগানো হবে। যাতে অধিক সংখ্যক বাঘের ছবি ধরা পড়ে। আর তা গণনার ক্ষেত্রে কাজে আসে। তাই টানা ৪৫ দিন জঙ্গলে ক্যামেরা লাগানো থাকবে। যাতে কোনও ফুটেজ মিস না হয়। ২০২৫ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত ছবি তোলার কাজ চলবে। তবে এবার ছোটো জায়গায় ক্যামেরা বসবে কিনা সেই জন্য একটি বৈঠক ডাকা হয়েছে।