News details

image

Rabi Mondal / 07 December, 2024

রেল লাইনে ফাটল, বনগাঁ রুটে ব্যহত ট্রেন চলাচল

নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগনা - বনগাঁ স্টেশনের আগে রেললাইনে ফাটল।যার কারণে প্রায় আধ ঘণ্টা বন্ধ রেল পরিষেবা। যদিও দ্রুত গতিতে পরিষেবা স্বাভাবিক করে রেল কর্তৃপক্ষ। তবে এই ঘটনায় স্বাভাবিকভাবেই সমস্যায় পড়েছে রেলযাত্রীরা।

সূত্রের খবর, শনিবার সকালে স্টেশনে ঢোকার মুখে রেললাইনের ফাটল দেখা যায়। এই ফাটল দেখতে পেয়ে রেলকর্মীরা দ্রুত কাজ শুরু করেন। সকাল ৯টা ৫০ মিনিটে মাঝেরহাট যাওয়ার একটি লোকাল ট্রেন বেরিয়ে যাওয়ার পর থেকেই রেলকর্মীরা সারানোর কাজ শুরু করেন। যার জেরে বন্ধ থাকে বনগাঁ-শিয়ালদহ শাখার আপ ও ডাউন লাইনের ট্রেন চলাচল। অপরদিকে সকাল সকাল রেল পরিষেবা ব্যাহত হওয়ায় বিপাকে রেলযাত্রীরা। গন্তব্য়ে পৌঁছতে চরম ভোগান্তির শিকার তাঁরা।

 রেল কর্তৃপক্ষ সূত্রের খবর যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে আপ এবং ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছিল। একদম সব ঠিকঠাক করার পরই স্বাভাবিক ছন্দে চলে ট্রেন। তবে এই ঘটনা কেমন করে ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এ নিয়ে ক্ষুব্ধ রেলযাত্রীরা। একজন যাত্রী জানান, "কয়েক মাস আগেই বনগাঁ লাইন মেরামতের কাজ করা হয়েছিল। তা সত্ত্বেও কীভাবে লাইনে ফের ফাটল দেখা দিতে পারে?"