গুরুতর অসুস্থ ওস্তাদ জাকির হুসেন, আইসিউতে ভর্তি শিল্পী
নিজস্ব প্রতিনিধি, সান ফ্রান্সিসকো – শারীরিক অবস্থার অবনতি ওস্তাদ জাকির হুসেনের। আমেরিকার সান ফ্রান্সিসকোর এক হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। এই খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন তাঁর ভক্তরা। কলকাতায় তাঁর একটি অনুষ্ঠান করার কথা ছিল। সেই অনুষ্ঠান বাতিল করা হয়েছে।
সূত্রের খবর, রক্তচ্চাপ এবং হৃদযন্ত্রের সমস্যা দেখা দিয়েছে ৭৩ বছরের জাকির হুসেনের। রবিবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তড়িঘড়ি আমেরিকার সান ফ্রান্সিসকোর এক হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে আইসিউতে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
ওস্তাদ জাকির হুসেনের পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, “তবলাবাদক, সঙ্গীতজ্ঞ, প্রাক্তন অভিনেতা তথা ওস্তাদ আল্লা রাখার পুত্র উস্তাদ জাকির হুসেন অসুস্থ। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গুরুতর অবস্থায় তাঁকে আমেরিকার সান ফ্রান্সিসকোর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অনুরোধ করছি, তাঁর দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করুন।”