রাজ্যপাল পদে দুবছর পূর্তি বোসের, বর্ণাঢ্য অনুষ্ঠান রাজভবনে
নিজস্ব প্রতিনিধি, কলকাতা - পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে ২ বছর পূর্ণ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শনিবার সকাল 10টা নাগাদ চারাগাছ রোপণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। তারপর অন্যান্য বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে দিনটাকে উদযাপন করেন সিভি আনন্দ বোস।
পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে 23 নভেম্বর অর্থাৎ শনিবার 2 বছর পূর্ণ করলেন সিভি আনন্দ বোস ৷ সেই উপলক্ষে শনিবার সকাল থেকেই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার সকাল 10টায় প্রদর্শনী ও বসে আঁকো প্রতিযোগিতার পর বেলা 12টায় বেসরকারি সংস্থার উদ্যোগে বেশকিছু জিনিসপত্র বিতরণ করা হয়। বিকেল 5টায় রাজভবনের ভিতরেই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ৷ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়, মমতা শঙ্কর, পূর্ণদাস বাউলের মতো বিশিষ্টজনেরা৷
শনিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস বললেন, 'প্রথম বছর এই সম্পর্ক ছিল মিষ্টি এবং আলোক উজ্জ্বল। দ্বিতীয় বছরে সেই সম্পর্কে বেশ কিছু ঘন কালো মেঘ আসে। তৃতীয় বছরে চাই এই সম্পর্ক নতুন আকাশ, নতুন পৃথিবী দেখুক। গোটা দেশের মধ্যে এ রাজ্যে যাতে মুখ্যমন্ত্রী-রাজ্যপালের সম্পর্ক শ্রেষ্ঠ হয়, সেটাই চাইব।'
কিন্তু বর্তমান রাজনীতি নিয়ে সিভি আনন্দ বোস বলেন, "বাংলা একটি মহান ভূমি। বাংলার মানুষ অত্যন্ত সংস্কৃতিবান কিন্তু রাজনীতি খারাপ। রাজনীতিই এই দেশের শেষ আশ্রয়স্থল। এখন আমি জানি এর অর্থ কী, কিন্তু বাংলার মানুষ এই ধরনের জিনিসকে রাজনীতিতে থাকতে দেবে না। তিনি বলেন,আমি কোনো বিশেষ রাজনৈতিক দলকে দায়ী করছি না এটা আমাদের সামনে সত্য যে সহিংসতা ও দুর্নীতি বাড়ছে"।