News details

image

Rabi Mondal / 27 November, 2024

আইসিসির টেস্ট ক্রমতালিকায় দাদাগিরি ভারতীয়দের

নিজস্ব প্রতিনিধি, দুবাই - পারথে অজিদের বিরুদ্ধে বড় ব্যবধানে জিতে আইসিসির টেস্ট ক্রমতালিকায় দাপট দেখাচ্ছে ভারতীয়রা। টেস্ট ক্রমতালিকায় উন্নতি হয়েছে জসপ্রীত বুমরা, বিরাট কোহলি, যশস্বী জয়সওয়ালের। 

পারথ টেস্টের আগে আইসিসির বোলারদের ক্রমতালিকায় শীর্ষ স্থানে কাগিসো রাবাডা, দ্বিতীয় স্থানে যশ হ্যাজেলউড, তৃতীয় স্থানে জসপ্রীত বুমরা ছিলেন। অজিদের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ জিতেই দুধাপ উঠে এলেন বুমরা। রাবাডাকে সরিয়ে শীর্ষস্থান দখল করলেন তিনি।

অজিদের বিরুদ্ধে শতরান করে ব্যাটারদের ক্রমতালিকায় উইলিয়ামসনকে সরিয়ে প্রথমবার দ্বিতীয় স্থানে উঠে এলেন যশস্বী জয়সওয়াল। শীর্ষে রয়েছেন জো রুট। তৃতীয় স্থানে নেমে গেছেন কেন উইলিয়ামসন। ভারতীয়দের মধ্যে ষষ্ঠ স্থানে আছেন ঋষভ পন্থ। ২২ নম্বর থেকে একধাক্কায় ১৩ নম্বরে উঠলেন বিরাট কোহলি।