বিপদ বাড়ল হাওড়াবাসীর, নতুন করে ধস নামল বেলগাছিয়া ভাগাড়ে
নিজস্ব প্রতিনিধি, হাওড়া - তীব্র জলসংকটে হাওড়াবাসী।বেলগাছিয়া ভাগাড়ে ফের নামল ধস। পুরনো ক্ষত মেরামত করতে গিয়ে ফের ঘটল এই দুর্ঘটনা। বুধবার সকালে ভাগার অঞ্চলে মেরামতির কাজ চলাকালীন হঠাৎই নতুন করে ধস নামে। ধসের চাপে ফেটে যায় পানীয় জলের মূল পাইপলাইন। ফলে হাওড়ার লিলুয়া, বেলগাছিয়া, সি রোড, বি রোড-সহ বিস্তীর্ণ এলাকা তো বটেই, প্রভাব পড়েছে শিবপুর বিধানসভার বেশ কয়েকটি এলাকাতেও।
সূত্রে খবর, বৃহস্পতিবার ধস নামে বেলগাছিয়া ভাগাড়ে। ফেটে যায় জলের পাইপ। শুক্রবার সেই দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের ধস নামে। ধসের কারণে বেশ কিছু বাড়িতে ফাটোল দেখা দিয়েছে প্রশাসনের তরফ থেকে মাইকে ঘোষণা করছে তাদের সেভ জনে সরে যাওয়ার জন্য। অনেকেই প্রশাসনের কথা মত তাদের জিনিসপত্র নিয়ে সরে যাচ্ছে সেই ছবি দেখা যাচ্ছে। বেশ কয়েকটি বিদ্যুতের খুটির মাটি আলগা হয়ে যাওয়ার জন্য বিদ্যুৎ বিচ্ছিন্ন করার কাজ চলছে। এই নিয়ে ইতিমধ্যেই হাওড়া পুরসভায় ডাকা হয়েছে জরুরি বৈঠক। পুরসভার শীর্ষ আধিকারিকরা সেখানে উপস্থিত ছিলেন। সেখানে জলসংকট সামাল দিতে পাশের জেলা হুগলির উত্তরপাড়া পুরসভার সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। সেখান থেকেও অতিরিক্ত জলের গাড়ি আনার পরিকল্পনা রয়েছে। এই বিষয়ে পুর প্রশাসক সুজয় চক্রবর্ত জানান, "মানুষ যাতে সমস্যায় না পড়েন, তাই অতিরিক্ত জল সরবরাহের ব্যবস্থা করা হচ্ছে। দ্রুত পাইপ মেরামত করে জল সরবরাহ স্বাভাবিক করা হবে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী ধাপে যাতে এই ধরনের সমস্যা না হয়, সে ব্যবস্থা নেওয়া হবে। আপাতত অতিরিক্ত জলের গাড়ি পাঠিয়েই মানুষের অসুবিধা মেটানোর চেষ্টা চলছে।"
এই প্রসঙ্গে জেলা শাসক বলেন, "গতকাল পাইপ ফেটে যাওয়ার পর যে ভাবে কাজ হচ্ছিল পাইপ সারাইয়ের আশা করেছিলাম উত্তর হাওড়ায় জল অনেকটাই দিতে পারবো কিন্তু কাজটি সফল হয়নি । বেলগাছিয়া মোড়ে যে KMDA এর নতুন জলের লাইন আছে সেখানে একটা জলের কানেকশন করছি। পুরানো যে পাইপ লাইনটি সারাতে সময় ১ থেকে ২ দিন লাগবে। ওই কাজটি হয়ে গেলে আর উত্তর হাওড়ার জলের সমস্যা হবে না । তবে মধ্য হাওড়া, শিবপুর , বিধানসভার জলের সমস্যা সন্ধ্যার মধ্যে মিটে যাবে বলে আশা করা যায়। উত্তর হাওড়ার জন্য বিশেষ ব্যবস্থা করা হচ্ছে। হাওড়া পুর সভার নিজস্ব ট্যাঙ্ক যা আছে কলকাতা পুরসভা থেকে ১৮ টি , হুগলির উত্তর পাড়া থেকে ১২ টি , কোন্নগর , বালি পুরসভা থেকে ট্যাঙ্ক দিয়েছে এই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে।"