যোগীরাজ্যে হাসপাতালে আগুন লেগে শিশুদের মৃত্যু
নিজস্ব প্রতিনিধি, উত্তর প্রদেশ - যোগীরাজ্যে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হল হাসপাতাল। মৃত্যু হল প্রায় ১০ জন শিশুর। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের ঝাঁসির মহারানি লক্ষীবাঈ মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক বিভাগে। ঘটনার পরবর্তীতে ক্ষতিপূরণ ঘোষণা করেছে উত্তর প্রদেশ সরকার। পাশাপাশি ক্ষতিপূরণ দেবে মোদি সযকারও।
সূত্রের খবর, শুক্রবার রাত সাড়ে ১০টা থেকে ১০টা ৪৫ মিনিট নাগাদমধ্যে এনআইসিইউ ইউনিটের ভিতরে শর্ট সার্কিট হয়। সেই সময়ে ইনকিউবেটরে ছিল ৫৪ জন শিশু। ৩১ জন শিশুকে সুস্থভাবে উদ্ধার করলেও মৃত্যু হয় ১০ জনের। আহত আরও ১৬। মৃতদের মধ্যে সকলের দেহও শনাক্ত করা সম্ভব হচ্ছে না।
অপরদিকে অগ্নিকাণ্ডের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতালে। হুড়োহুড়িতে পদপিষ্ট হয় অনেকে। তবে উদ্ধারের কাজে এগিয়ে আসেন হাসপাতালের ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা। কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। শুরু হয় আগুন নেভানোর কাজ। প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
হৃদয় বিদারক' বলে সমবেদনা জানিয়ে মৃত শিশুদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দুর্ঘটনায় মৃত শিশুদের পরিবার পিছু ১০ লাখ টাকা আর্থিক সাহায্য ঘোষণাও করেছেন তিনি । সেইসঙ্গে আহতদের পরিবারের জন্য ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা ঘোষণা করা হয়েছে। অন্যদিকে, মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।