নভেম্বরের শেষে ডেঙ্গিতে মৃত্যু, শহরে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা
নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগনা - আর মাত্র ২ দিন তারপরেই শুরু হবে ডিসেম্বর মাসের। কিন্তু শহরে কমছে না ডেঙ্গির প্রকোপ। বৃহস্পতিবার রাত্রে ডেঙ্গিতে মারা যান ৪২ বছরের কাশীনাথ মন্ডল।
মঙ্গলবার জ্বর নিয়ে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হয় উত্তর ২৪ পরগনা রাজারহাট থানা এলাকার কামদুনির বাসিন্দা কাশীনাথ মন্ডল। বৃহস্পতিবার রাতে হাসপাতালেই মারা যান তিনি। ডেড সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা আছে ডেঙ্গির।
শুধুমাত্র কাশীনাথ নয় বৃহস্পতিবার রাতে ডেঙ্গিতে মারা যায় বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি অপর একজন মহিলা। মৃতার নাম গায়েত্রী পাল। ভোজেরহাটের বাসিন্দা তিনি। পাঁচদিন আগে তিনিও জ্বর নিয়ে ভর্তি হন হাসপাতালে।
শীতের শুরুতেই ভয় ধরাচ্ছে ডেঙ্গি। ধীরে ধীরে বাড়ছে আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী উত্তর ২৪ পরগনা ডেঙ্গু সংক্রমণে তিন নম্বরে থাকলেও বিধান নগর বা তার পার্শ্ববর্তী এলাকার রাজারহাট, নিউটাউন, বাগুইআটি অনেকটাই নিয়ন্ত্রণে। তবে গত বছরের তুলনায় এবারে আক্রান্তের সংখ্যা অনেকটাই কম।