বারাসাত মেডিকেল কলেজের সামনের ভ্যাট থেকে উদ্ধার রক্ত মাখা দেহ
নিজস্ব প্রতিনিধি, বারাসত - ভ্যাটে ছড়িয়ে ছটিয়ে পড়ে রয়েছে ক্ষত বিক্ষত মৃতদেহ। বৃহস্পতিবার সকালে বারাসাত মেডিক্যাল কলেজের বাইরে এই দৃশ্যের দেখা মিলল।
প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে মেডিক্যাল কলেজর ভ্যাট সাফ করতে গিয়েছিলেন সাফাইকর্মীরা। তার পরেই তাঁরা দেখতে পায় আবর্জনা স্তূপের মধ্যে পড়ে রয়েছে মৃতদেহ। পাশে পড়ে রয়েছে মাথা, হাত, চোখ, দাঁতসহ শরীরের একাধিক অংশ।
এই বিষয়ে সাফাই বিভাগের কর্মী নিতাই মণ্ডল বলেন, “প্রতিদিনই হাসপাতালে নোংরা আবর্জনা এই স্তুপে রাখতে আসি। আজ এসে দেখলাম একজন মানুষের দেহ পড়ে রয়েছে খণ্ডবিখণ্ড অবস্থায়। "
তবে দেহটি কোনও বেওয়ারিশ দেহ নয় বলেই জানালেন হাসপাতালের সাফাই বিভাগের সুপারভাইজার রনজিত মুখোপাধ্যায়। তিনি বলেন,"এটা কোনও বেওয়ারিশ দেহ নয়। মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের পরীক্ষার জন্য দেহ আনা হয়েছে। সেটি ওখানে ফেলে রেখেছে হয় তো মেডিকেলে কলেজের পড়ুয়ারা। এটা সরিয়ে দেওয়া হবে।’’ তবে ঘটনাটি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রশ্ন উঠছে হাসপাতাল কর্তৃপক্ষের উপর।