প্রয়াত অভিনেত্রী মু্নমুন সেনের স্বামী ভরত দেব বর্মা, খবর পেয়ে ছুটে গেলেন মুখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি, কলকাতা - মঙ্গলবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন অভিনেত্রী মু্নমুন সেনের স্বামী ভরত দেব বর্মা। মৃত্যুর খবর পেয়েই ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। "আত্মীয়কে হারালাম" বলে জানান মুখ্যমন্ত্রী।
সূত্রের খবর, মঙ্গলবার সকালে হঠাৎই শারীরিক অবস্থার অবনতি ঘটে ভরত দেব বর্মার। তখনই তাঁকে তড়িঘড়ি দক্ষিণ কলকাতার এক হাসপাতালে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়। কিন্তু তার আগেই নিজের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। সেইসময় বাড়িতে ছিলেন না স্ত্রী মুনমুন সেন ও বড়মেয়ে রাইমা। দুজনেই কর্মসূত্রে দিল্লিতে।
এদিন ভরত দেব বর্মার মৃত্যুর খবর পেয়েই ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ‘মুনমুন দিল্লিতে, রাইমাও দিল্লিতে। এখানে রিয়া আছে। ওদের বন্ধুরা আছে। আমার সঙ্গে মুনমুনের কথা হয়েছে। ও বেচারা জানতো না। হয়ত প্রেসের মাধ্যমেই খবরটা পেয়েছে। আমি লোকাল কাউন্সিলরদের রেখে গেলাম। মালা রায় এবং দেবাশিস কুমারকেও খবর দিয়েছি। মুনমুন এলে ওকে গ্রিন করিডোর করে নিয়ে আসা হবে।"
সেইসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন" ভরত ভীষণ অমায়িক মানুষ ছিল । এটা বিরাট ক্ষতি, হঠৎ করেই মারা গেছে। আমি নিজের একজন শুভাকাঙ্খী, একজন আত্মীয়কে হারালাম।’