হরিয়ানায় প্রাণঘাতী বিস্ফোরণ, মৃত ৪, আহত ১
নিজস্ব প্রতিনিধি, হরিয়ানা - প্রাণঘাতী বিস্ফোরণে মৃত্যু হল ৪ জনের। গুরুতর আহত ১। ঘটনাটি ঘটেছে হরিয়ানার বাহাদুরগড় এলাকায়। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ।
সূত্রের খবর, বাহাদুরগড় এলাকার ৯ নম্বর সেক্টরে বিস্ফোরণটি ঘটে। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, রান্নার গ্য়াসের সিলিন্ডার ফেটে বিস্ফোরণ হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, বিস্ফোরণ ঘটেছে বাড়ির শোওয়ার ঘরে। তার অভিঘাত এতটাই ভয়াবহ ছিল যে পুরো বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
বাহাগদুরগড়ের ডিসিপি মায়াঙ্ক মিশ্রা জানিয়েছেন, “এটা আর যাই হোক কেন, সিলিন্ডার ফেটে হওয়া বিস্ফোরণের কোনও ঘটনা নয়। বিস্ফোরণ ঘটেছে বাড়ির শোওয়ার ঘরে। বিস্ফোরণের প্রভাব সারা বাড়িতে পড়েছে। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়েছে। একজন আহত হয়েছেন এবং তাঁর অবস্থা আশঙ্কাজনক। তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। ঘটনায় মৃতরা একই পরিবারের সদস্য। ফরেন্সিক টিম ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে। তারা বাড়ির ভিতর ঢুকে নমুনা সংগ্রহের কাজ করছে। ঠিক কী কারণে বিস্ফোরণ হল, তা খতিয়ে দেখা হচ্ছে।“
ডিসিপি আরও জানিয়েছেন, “বাড়ির রান্নার গ্যাসের সিলিন্ডারের কোনও ক্ষতি হয়নি। সেটি একেবারে অক্ষত রয়েছে। এসি ইউনিটের কিছুটা ক্ষতি হয়েছে। কিন্তু, এসি মেশিনেই বিস্ফোরণ ঘটেছে কিনা, সেটা এখনই আমাদের পক্ষে বলা সম্ভব নয়। আমার বিস্ফোরণ বিশেষজ্ঞ বিভাগের সদস্যদের ডেকে পাঠাব। তাঁরা কী বলেন দেখি, এফএসএল টিম কী তথ্য দেয় দেখা যাক, কীভাবে এই পরিস্থিতি হল, আমরা সেটা নিয়ে আলোচনা করব।“