বদলের বাংলাদেশে নয়া রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
নিজস্ব প্রতিনিধি, ঢাকা - বদলের বাংলাদেশে আত্মপ্রকাশ করতে চলেছে নয়া দল ‘জাতীয় নাগরিক পার্টি’। নতুন এই রাজনৈতিক দলের ইংরেজি নাম ‘ন্যাশনাল সিটিজেনস পার্টি’ বা ‘এনসিপি’। মূলত বাংলাদেশে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে এই দলের। শুক্রবার বিকেল ৩টেয় রাজধানী ঢাকার মানিক মিয়াঁ অ্যাভিনিউয়ে দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বড় জমায়েত হবে বলে আয়োজক জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের দাবি। আমন্ত্রণ জানানো হয়েছে বিভিন্ন ‘সমমনোভাবাপন্ন’ রাজনৈতিক দলের নেতাদেরও।
সূত্রের খবর, নতুন রাজনৈতিক দলের নাম ও অর্গানোগ্রাম নির্ধারণ এবং আত্মপ্রকাশ অনুষ্ঠানের বিষয়ে বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ঢাকায় জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক হয়। বৈঠকে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতারা অংশ নেন। সেখানে নতুন রাজনৈতিক দলের শীর্ষ সাতটি পদে কারা আসছেন, সেসব নাম চূড়ান্ত হয়। একই সঙ্গে দলের নামও চূড়ান্ত করা হয়।
এই বৈঠকে নাসীরুদ্দীন পাটওয়ারীকে নতুন দলের প্রধান সমন্বয়কারী, সামান্তা শারমিনকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, আবদুল হান্নান মাসউদকে যুগ্ম সমন্বয়ক হিসেবে চূড়ান্ত করা হয়েছে। পাশাপাশি হাসনাত আবদুল্লাহকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, সারজিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও সালেহউদ্দিন সিফাতকে দফতর সম্পাদক পদে বসানো হয়েছে। এছাড়া নাসীরুদ্দীন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক, হাসনাত আবদুল্লাহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ও আবদুল হান্নান মাসউদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক হিসেবে দায়িত্বে থাকবেন। নতুন এই দলের আহ্বায়কের দায়িত্ব নিতে গত মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন মহম্মদ নাহিদ ইসলাম। দলে সদস্য সচিবের পদ পাচ্ছেন আখতার হোসেন।
বাংলাদেশের প্রাক্তন শাসকদল বিএনপি আগেই দাবি করেছিল, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা করছেন। সেই সূত্র ধরে অনেকে দাবি করেছেন, নাহিদদের দলটির নেপথ্যেও তিনি রয়েছেন। তবে এই দলের সঙ্গে ইউনুসের স্পষ্ট কোনও যোগ প্রকাশ্যে আসেনি।