News details

image

Rabi Mondal / 10 December, 2024

রাশিয়া সফরে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী   

নিজস্ব প্রতিনিধি, মস্কো – ৩ দিনের রাশিয়া সফরে গিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রবিবার রাতেই মস্কোয় পৌঁছেছেন তিনি। ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর এই সফরকে গুরুত্বপূর্ণ মনে করছেন বিশ্ব-রাজনৈতিক মহলের বিশ্লেষকরা। 

সূত্রের খবর, ৩ দিনের সফরে রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোউসভের সঙ্গে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে কথা বলবেন রাজনাথ সিং। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও দেখা করতে পারেন তিনি। তাঁর সফর শেষে ভারতীয় নৌবাহিনীর হাতে যুদ্ধজাহাজ আইএনএস তুশিল তুলে দেবে রাশিয়া। 

অনুষ্ঠানে ভারতের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠীর উপস্থিত থাকার রয়েছে। যুদ্ধজাহাজ আইএনএস তুশিল ছাড়া রাশিয়ার থেকে আরও দুটি এস ৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম পাবে ভারত।