News details

image

Rabi Mondal / 15 December, 2024

দিল্লির বিধানসভা নির্বাচন, ৩৮ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ আপের 

নিজস্ব প্রতিনিধি, দিল্লি – আগামী বছর দিল্লির বিধানসভা নির্বাচন। রবিবার বিধানসভা নির্বাচনের জন্য ৩৮ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করল আম আদমি পার্টি। ২০২০ সালের দিল্লির বিধানসভা নির্বাচনে ৭০ টি আসনের মধ্যে ৬২ টি আসনে জয় পেয়েছিল আপ।

নয়াদিল্লির আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আপ প্রধান অরবিন্দ কেজরীওয়াল। তিনবারের মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের পুত্র সন্দীপ দীক্ষিতের বিরুদ্ধে লড়বেন তিনি। ৩৮ জন প্রার্থীর চূড়ান্ত তালিকায় কেজরি ছাড়া রয়েছে আতিশী মার্লেনা, সৌরভ ভরদ্বাজ, গোপাল রাই, সত্যেন্দ্র জৈন, দুর্গেশ পাঠকের নাম। 

কালকাজি কেন্দ্র থেকে দিল্লির মুখ্যমন্ত্রী আতিশী মার্লেনা, বাবরপুর থেকে সৌরভ ভরদ্বাজ, গোপাল রাই লড়বেন। এছাড়া লড়বেন সদর বাজার থেকে সোম দত্ত, বাল্লিমারান থেকে ইমরান হুসেন, নাংলোই জাট থেকে রঘুবিন্দর শোকিন, সুলতান পুর মাজরা থেকে মুকেশ কুমার আহলাওয়াত ও শাকুর বস্তি থেকে সত্যেন্দ্র কুমার জৈন।