News details

image

Rabi Mondal / 08 December, 2024

দিল্লি চলো অভিযান কৃষকদের, পুলিশের হাতিয়ার কাঁদানে গ্যাসের শেল

নিজস্ব প্রতিনিধি, হরিয়ানা – রবিবার ফের ‘দিল্লি চলো’ অভিযানের ডাক দেয় আন্দোলনরত কৃষকরা। পঞ্জাব-হরিয়ানার শম্ভু সীমানা থেকে দিল্লির উদ্দেশ্যে কৃষকরা রওনা দিতেই পুলিশের হাতিয়ার কাঁদানে গ্যাসের শেল। কৃষকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ।

সূত্রের খবর, সংযুক্ত কিসান মোর্চা (অরাজনৈতিক) ও কিসান মজদুর মোর্চার তরফ থেকে দিল্লির উদ্দেশ্যে শান্তিপূর্ণ ভাবে মিছিল করার ডাক দেওয়া হয়। মিছিলে ১০১ জন কৃষকের থাকার কথা ছিল। কিন্তু হরিয়ানা পুলিশের দাবি, যাঁরা মিছিলে রয়েছেন, তাঁরা কৃষকদের ১০১ জনের মধ্যে কেউ নন।

শম্ভু সীমানায় মোতায়েন থাকা পুলিশকর্মীরা তাঁদের থেকে পরিচয়পত্র যাচাই করতে চান। তখনই উত্তেজনা ছড়ায়। দফায় দফায় কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। যদিও আন্দোলনকারী কৃষকদের জানান, পুলিশ যদি তাঁদের পরিচয়পত্র দেখতে চায়, তাহলে তাঁরা সহযোগিতা করতে প্রস্তুত।