আমনে সামনে দিল্লি-মুম্বই, দেখে নিন সম্ভাব্য একাদশ
নিজস্ব প্রতিনিধি, দিল্লি - রবিবার সন্ধ্যায় আইপিএলের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হতে চলেছে দিল্লি ক্যাপিটালস ও মুম্বই ইন্ডিয়ান্স। ৫ ম্যাচ খেলে মাত্র ১ টি ম্যাচে জয় পেয়েছে মুম্বই। অন্যদিকে ৪ টি ম্যাচ খেলে সবকটিতেই জয়জয়কার দিল্লির। এই দিল্লিকে ভয় পেতো শুরু করেছে শক্তিশালী দলগুলি।
গত মরসুমে স্লো ওভার রেটের জন্য এক ম্যাচের নির্বাসন দেওয়া হয়েছিল হার্দিক পান্ডিয়াকে। সেই জন্য প্রথম ম্যাচে ছিলেন না তিনি। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে কামব্যাক করেছেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক। চোটের জন্য মুম্বই শিবিরে নেই জাসপ্রীত বুমরা। তবে স্বস্তির খবর ট্রেন্ট বোল্ট রয়েছেন মুম্বইয়ে।
দিল্লি ক্যাপিটালসের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে অক্ষর প্যাটেলকে। দীর্ঘ সময় ধরে দিল্লি ক্যাপিটালসে খেলছেন তিনি। দিল্লি টিমে ফাফ ডুপ্লেসি, মিচেল স্টার্কের মতো অভিজ্ঞ ক্রিকেটার রয়েছে। সব মিলিয়ে এ বার অনেক গোছানো দল গড়েছে দিল্লি ক্যাপিটালস। ম্যাচ শুরুর আগে দেখে নিন দুই দলের সম্ভাব্য একাদশ।
দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য একাদশ –
জ্যাক ফ্রেজার ম্যাকগুরুক, ফাফ ডুপ্লেসি, অভিষেক পোড়েল, লোকেশ রাহুল, ত্রিস্তান স্টাবস, অক্ষর প্যাটেল (অধিনায়ক), আশুতোষ শর্মা, কুলদীপ যাদব, মিচেল স্টার্ক, টি নটরাজন, মুকেশ কুমার
মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ –
রোহিত শর্মা, রায়ান রিকলটন, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), নমন ধীর, মিচেল স্য়ান্টনার, করবিন বশ, দীপক চাহার, জসপ্রীত বুমরা, ট্রেন্ট বোল্ট