image

দেশ / 02 January, 2025

জাল নথি তৈরির অভিযোগ, ২ বাংলাদেশি সহ ৪ জনকে গ্রেফতার দিল্লি পুলিশের

নিজস্ব প্রতিনিধি, দিল্লি - দিনে দিনে বেড়েই চলেছে বাংলাদেশিদের অনুপ্রবেশ। বুধবার রাতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল দিল্লি পুলিশ। ২ বাংলাদেশি সহ ৪ জনকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। 

সূত্রের খবর, গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে অভিযান চালায় দিল্লি পুলিশ। অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিক বিলাল হোসেন, তাঁর স্ত্রী, দুই ভারতীয় নাগরিক অনিমুর ইসলাম ও আশিষ মেহেরাকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের বিরুদ্ধে জাল নথি বানানোর অভিযোগ রয়েছে। 

পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরে বিলাল ও তাঁর স্ত্রী অবৈধভাবে ভারতে বসবাস করছিলেন। পাশাপাশি বাংলাদেশের নাগরিকদের অবৈধ পথে ভারতে আনার কাজ করত তাঁরা। তাঁদের সহযোগী ছিলেন অনিমুর ইসলাম ও আশিষ মেহেরা। তাঁদের কাজ মূলত জাল আধার কার্ড ও অন্যান্য নথি তৈরি করত।

We are Tv19 network (Tv19 Bangla, Tv19 Bharat, Tv19 India) your trusted source for in-depth, accurate, and timely digital news coverage, delivering breaking stories, insightful analysis, and engaging multimedia content across directly to your fingertips.

Our Contact

Email : info@tv19media.com
For advertisement : Call +91 8100688819
For Internship & news : Call +91 8100360951

© Tv19 Bengali . All Rights Reserved. : Total Visit :

Web Analytics