News details

image

Rabi Mondal / 21 December, 2024

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সন্তানদের শনাক্ত করার নির্দেশ দিল্লি সরকারের 

নিজস্ব প্রতিনিধি, দিল্লি – দিনে দিনে ভারত বিদ্বেষী মনোভাব প্রকাশ পাচ্ছে ওপার বাংলায়। প্রতিনিয়ত বাংলাদেশে নির্যাতনের শিকার হতে হচ্ছে হিন্দু সহ সংখ্যালঘুদের। এবার বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সন্তানদের শনাক্ত করার নির্দেশ দিল দিল্লির সরকার। তাহলে এবার কি রাজধানীতে শুরু হল বাংলাদেশি খেদাও অভিযান?

সূত্রের খবর, দিল্লির আইন শৃঙ্খলার দায়িত্বে থাকা অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে অবিলম্বে এমসিডির সব জোনের সরকারি স্কুলগুলিকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের শনাক্ত করতে বলা হয়েছে। প্রয়োজন পরলে সব পড়ুয়ার পরিচয়পত্র খতিয়ে দেখারও নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনকে সাপ্তাহিক ভিত্তিতে সন্দেহভাজন পড়ুয়াদের তথ্য জমা দিতে হবে। এরপর ওই পড়ুয়ার অভিভাবক সহ পরিবার সম্পর্কে খোঁজ নেবে প্রশাসন। 
 
উল্লেখ্য, কখনও পশ্চিমবঙ্গ, কখনও বা ত্রিপুরা, আবার কখনও অসমকে বাংলাদেশের অংশ হিসেবে দেখানো হয়েছে। আবার বাংলা-বিহার-ওড়িশা দখল করার ডাকও দিয়েছেন বাংলাদেশের নেতা-নেত্রীরা। এবার অখণ্ড বাংলাদেশ গড়ার ডাক দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মহম্মদ ইউনুসের ঘনিষ্ঠ মাহফুজ আলম। এই প্রসঙ্গে ইউনুস সরকারকে কড়া বার্তা দিয়েছে ভারত।