News details

image

Sohini Porel / 24 December, 2024

ভয়ঙ্কর বায়ুদূষণে জর্জরিত দিল্লিবাসী

নিজস্ব প্রতিনিধি, দিল্লি - ভয়ঙ্কর বায়ুদূষণে গুরুতর শারীরিক সমস‌্যায় ভুগছেন দিল্লিবাসী। হাঁচি, কাশি, গলা জ্বালা, ত্বকে র‌্যাশ, চুলকানি থেকে ব্রঙ্কোস্প‌্যাজম মতো শারীরিক সমস‌্যায় জর্জরিত রাজধানীর মানুষ। দিল্লির বায়ুদূষণের ফলে আশঙ্কা প্রকাশ করেছেন চিকিৎসকরা। 

দিল্লির একটি বেসরকারি হাসপাতালের ক্রিটিকাল কেয়ারের প্রধান জানিয়েছেন, “একজন সুস্থ ব্যক্তি যদি এই বিষাক্ত পরিবেশে দীর্ঘক্ষণ থাকেন, তাহলে তার স্বাস্থ্যে দীর্ঘস্থায়ী প্রভাব পড়তে পারে। বায়ুদূষণের ফলে সম্পূর্ণ সুস্থ ব্যক্তি, যাঁরা সিগারেট খান না, তাঁদেরও ক্রনিক অবসট্রাকটিভ পালমোনারি ডিজিজ বা সিওপিডির সমস্যা দেখা দিচ্ছে।"

বিশেষজ্ঞ মহলের মতে, বর্তমানে রাজধানী দিল্লির বায়ুতে যে দূষিত কণাগুলি ভাসছে, তা যদি মানুষের রক্ত ও ফুসফুসে মিশে যায় তাহলে গুরুতর সমস‌্যা দেখা দিতে পারে।