একসঙ্গে ফ্রেমবন্দি দেব-রানা, ৯ বছর পর মুক্তি 'ধুমকেতু'!
নিজস্ব প্রতিনিধি, কলকাতা - দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের অফিসে হাসিমুখে পাশাপাশি দাঁড়িয়ে রয়েছেন দেব ও রানা সরকার। সম্প্রতি এমনই একটি ছবি দেবের প্রোফাইল থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। এরপর থেকেই প্রশ্ন উঠছে তাহলে কি মুক্তি পেতে চলেছে দেব-শুভশ্রী অভিনীত ছবি 'ধুমকেতু'।
ছবিতে দেখা যাচ্ছে, দেবের গায়ে কালো টিশার্ট ও ট্রাউজার। রানার পরনে সাদা-কালো শার্ট ও ডেনিম। ক্যাপশনে দেব লিখেছেন, "এমনি। এবার অন্তত ভাল কিছু আশা করা যেতে পারে।" একই ছবি সোশ্যল মিডিয়ায় পোস্ট করেছেন রানা সরকারও। ক্যাপশনে তিনি লিখেছেন, 'Now or Never' । অর্থাৎ, এখন যদি না হয়, কখনও হবে না। হ্যাশট্যাগে ধূমকেতু, দেব ও শুভশ্রীর নাম।
দেব ভক্তদের দাবি, এর থেকে বোঝাই যাচ্ছে ব্লকবাস্টার হিট 'খাদান'-এর পর এবারের পুজোয় 'রঘু ডাকাত' মুক্তির পরই হয়তো বড়পর্দায় দেখা যাবে ২০১৬ সালে শুটিং হওয়া 'ধুমকেতু'। সেই সময় শোনা গিয়েছিল, দেব ও রানার মধ্যে কিছু সমস্যার কারণে প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি এই ছবি।
দেব জানিয়েছিলেন, রানা সরকারের সঙ্গে যাবতীয় সমস্যা মেটানোর চেষ্টা করেছেন তিনি। তবুও সমস্যার সমাধান করা সম্ভব হয়নি। যদিও রানা সরকারের তরফ থেকেও কোনও উত্তর পাওয়া যায়নি। এই ছবির মধ্য দিয়ে বড়পর্দায় অন্য দেব-কে তুলে ধরতে চেয়েছিলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়।
দেব নিজেও জানিয়েছিলেন, তাঁর কেরিয়ারের সেরা ছবি 'ধূমকেতু', সেরা অভিনয় করেছেন তিনি। অথচ সেই ছবি মুক্তি পায়নি প্রেক্ষাগৃহে। এবার দেব-প্রযোজক রানা সরকারের একসঙ্গে ছবি দেখে অনেকের প্রশ্ন, এবার কি কোনও নতুন কাজ নিয়ে এগোতে চাইছেন দেব-রানা? নাকি বড়পর্দায় কি আসতে চলেছে 'ধুমকেতু'? অবশ্য এই উত্তর অধরা।