News details

image

Rabi Mondal / 06 December, 2024

বিধ্বংসী ব্যাটিং বৈভবের, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত 

নিজস্ব প্রতিনিধি, শারজা – আইপিএলের নিলামে তাঁকে যে ১ কোটি টাকা দিয়ে কিনে রাজস্থান রয়্যালস ভুল করেনি, তা বুঝিয়ে দিলেন ১৩ বছরের বৈভব সূর্যবংশী। তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ের সুবাদে শ্রীলঙ্কাকে উড়িয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে উঠে গেল টিম ইন্ডিয়া। ৭ উইকেটে জয় পেয়েছে ভারত।

শারজায় টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করতে নেমে ১৭৩ রান তুলে ৪৬.২ ওভারে অলআউট হয়ে যায় লঙ্কানরা। শ্রীলঙ্কার হয়ে সর্বাধিক রান তোলেন লাকভিন আবেসিংহে। ১১০ বল খেলে তোলেন ৬৯ রান। তাঁর ইনিংস সাজানো ছিল ৩ টি চার ও ২ টি ছয় দিয়ে। এছাড়া শারুজান শানমুগানাথান ৭৮ বলে ৪২ রান করেন।

বাংলার পেসার যুধাজিৎ গুহ ১৯ রান দিয়ে তুলে নেন ১ উইকেট। এছাড়া ভারতের হয়ে উইকেট নেন চেতন শর্মা ৩ টি, আয়ুষ মাত্রের ২ টি, কিরণ চরমালে ২ টি ও হার্দিক রাজ ১ টি। জবাবে ব্যাট করতে নেমে ২১.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৭৫ রান তুলে ফাইনালে উঠে গেল ভারত। বৈভব একাই তোলেন ৬৭(৩৬) রান। ৬ টি চার ও ৫ টি ছয় মারেন তিনি। 

ম্যাচের সেরার পুরস্কার পান বৈভব সূর্যবংশী। আরেক ওপেনার আয়ুষ মাত্রে স্কোরবোর্ডে যোগ করেন ৩৪(২৮) রান। বাকি কাজ শেষ করেন অধিনায়ক মহম্মদ আমান (২৫) ও কার্তিকেয় কেপি (১১)। অন্যদিকে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। আগামী ৮ ডিসেম্বর অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের মুখোমুখি হবে আমানের ভারত।