রামমন্দিরে প্রাণ প্রতিষ্ঠার বর্ষপূর্তি, অযোধ্যায় উপচে পড়া ভিড় ভক্তদের
নিজস্ব প্রতিনিধি, অযোধ্যা - গত বুধবার অযোধ্যার রামমন্দিরে প্রাণ প্রতিষ্ঠার এক বছর পূর্ণ হয়েছে। এই বিশেষ দিনে রামলালার দর্শন পেতে অযোধ্যায় উপচে পড়া ভিড় ভক্তদের। সঙ্গে চারিদিকে ‘জয় শ্রীরাম’ ধ্বনি।
সূত্রের খবর, রামমন্দিরে প্রাণ প্রতিষ্ঠার বর্ষপূর্তি উপলক্ষ্যে নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয় অযোধ্যা। ভক্তদের যাতে কোনও অসুবিধা না হয়, সেদিকে কড়া নজর রেখেছিল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার।
উল্লেখ্য, দীর্ঘ ৫০০ বছরের অপেক্ষার অবসান হয়েছে। ঘরের ছেলে ঘরে ফিরেছে। গত বছরের ২২ জানুয়ারি অযোধ্যার রামমন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানেন কি রামলালার গায়ে কত কেজি সোনা, হিরে রয়েছে? জানলে আপনার মাথা ঘুরে যাবে। তাহলে জেনে নিন সোনা-হিরের ওজন কত?
রাম জন্মভূমি ট্রাস্ট্রের তরফ থেকে জানানো হয়েছে, রামলালার গায়ে কমপক্ষে ১৫ কেজি সোনা, ১৮ হাজার হিরে, পান্না রয়েছে। রামলালার মূর্তিতে পরানো রয়েছে মোট ১৪ টি গহনা। মাথায় সোনা-হিরের মুকুট, কপালে হিরের তিলক, গলায় ৪ টি নেকলেস, হাতে বাজুবন্ধ, দুই পায়ে তোড়া, বিজয় মালা ও ২ টি আংটি রয়েছে।
রামলালার মাথার মুকুটটির ওজন ১.৭ কেজি, ২২ ক্যারেট সোনা, ৭৫ ক্যারেটে হিরে, ১৭৫ ক্যারেটে জাম্বিয়ান পান্না ও ২৬২ ক্যারেটে রুবি রয়েছে। কপালের ১৬ গ্রাম সোনার তিলকের উপর হিরে বসানো। মাঝখানে ৩ ক্যারেট হিরে ও দু পাশে ১০ ক্যারেট করে হিরে আছে। মাঝের অংশে রয়েছে মায়ানমার থেকে আনা রুবি। হাতে পান্নার আংটির ওজন ৬৫ গ্রাম, ৪ ক্যারেট হিরে, ৩৩ ক্যারেট পান্না ও মাঝে জাম্বিয়ান পান্না রয়েছে।