সদস্য সংগ্রহ অভিযানে বাংলাদেশ নিয়ে সরব দিলীপ ঘোষ
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর - জ্বলছে বাংলাদেশ। তার আঁচ পড়েছে পশ্চিমবঙ্গেও। রবিবার দলের সদস্য সংগ্রহ অভিযানে গিয়ে বাংলাদেশ নিয়ে সরব হয় প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। বিজেপির সদস্য পদ সংগ্রহ অভিযানে পশ্চিম মেদিনীপুর জেলার উড়িষ্যা বাংলা সীমান্ত দাঁতনে গিয়ে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের কথা নিয়ে মুখ খুললেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। ধিক্কার জানান বাংলাদেশের মৌলবাদী শাসনকে। তালিবানি শাসনের তুলনা টানেন তিনি।
সূত্রের খবর, রবিবার দাঁতন ব্লকের কালীচন্ডী,জানাবাড়,কেউটখলিসা, মোহনপুর সহ একাধিক এলাকায় বিজেপির সদস্যপদ সংগ্রহ অভিযানে নামেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সেখান থেকে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, "এক সময় আমরা আফগানিস্তানকে দেখেছি সেখানে কি ধরনের উন্মাদনা হয়েছিল মৌলবাদের। তার পরিণামে সেই দেশটা প্রায় ২০-২৫ বছর পিছিয়ে গেছে। আজকে যেখানে বাংলাদেশের লোকেদের খাওয়া-দাওয়া কাজকর্ম নেই, চাকরি নেই। সেখানে কিছু মৌলবাদী লোক ভারত বিদ্বেষে নেমেছে।"
তিনি আরও বলেন" যে ভারতের উপর পুরোপুরি বাংলাদেশ নির্ভর। খাওয়া- পরা, থাকা জীবনযাত্রা থেকে ওষুধপত্র তাদের বিরুদ্ধে ওরা বিদ্বেষ ছড়াচ্ছে। মাথা খারাপ হলে এরকম করে লোকে। লাভটা কার হচ্ছে? ভারতের কি করতে পারবে ওরা? ভারতের যদি ইচ্ছে হয় পুরো ব্লক করে দেয় তাহলে ওই দেশটা পুরো শুকিয়ে যাবে। খেতেও পাবে না ওষুধও পাবে না।"