নিউটনের প্রাতঃভ্রমণে দিলীপ ঘোষের বিস্ফোরক মন্তব্য, তীব্র আক্রমণের মুখ্যমন্ত্রী ও রাজ্য প্রশাসন
নিজস্ব প্রতিনিধি, নিউটাউন - বৃহস্পতিবার সকালে ইকো পার্কে প্রাতঃভ্রমণে এসে প্রাক্তন সাংসদ ও রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ একগুচ্ছ বিস্ফোরক মন্তব্য করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য প্রশাসন, পুলিশ এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিক বিষয়ে তীব্র সমালোচনা করেন তিনি। ধর্মীয় মেরুকরণ থেকে শুরু করে মুর্শিদাবাদ কান্ডে মুখ্যমন্ত্রীর ১০ লক্ষ টাকা অনুদান প্রত্যাখ্যান সহ একাধিক ইস্যুতে মুখ খোলেন দিলীপ ঘোষ।
সূত্রের খবর, গতকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ কান্ডে নিহত পরিবারদের ১০ লক্ষ টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন। কিন্তু সেই অনুদান নিহত এক পরিবার প্রত্যাখ্যান করেন। এই বিষয়টি সামনে এলে দিলীপ ঘোষ বলেন, "পুরো হিন্দু সমাজ যেখানে অসুরক্ষিত। মানুষকে পশ্চিমবঙ্গের ভিটে মাটি ছেড়ে চলে যেতে হচ্ছে সেখানে ১০ লাখ টাকার কোনো মূল্য নেই। এরম ঘটনা ঘটতে থাকবে আর সরকার ১০ লাখ টাকা দিয়ে নিজের দায়িত্ব শেষ করে দেবে। আর. জি. কর ঘটনায় পর্যন্ত ১০ লাখ টাকা দেওয়া হয়েছিল। টাকা দিয়ে সব পাপ ঢাকা যায় না।"
মুখ্যমন্ত্রীর অমিত শাহকে করা কটাক্ষের জবাবে তিনি বলেন, "অমিত শাহকে ক্ষমতা সাধারণ মানুষ দিয়েছেন। এখানে মমতা ব্যানার্জি বলার কি আছে? প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী কে দেখার দায়িত্ব দেশের মানুষের, মমতার নয়। যে মানুষ গোটা ভারতকে শান্ত করে দিয়েছে তাকে নিয়ে কটাক্ষ ওনার মুখে মানায় না। উনি নিজের দিকে দেখুক বাংলার মানুষ ওনাকে চিনে গেছেন।"
যোগী আদিত্যনাথকে ‘ভোগী’ বলায় তীব্র ভাষায় কটাক্ষ করে বলেন, " যোগী আদিত্যনাথ একজন সন্ন্যাসী, ত্যাগের প্রতীক। ওনার নখেরও যোগ্য নন মমতা ব্যানার্জী। ওনার এইসব অপশব্দই উনার সর্বনাশের কারণ হবে। অমৃত কুম্ভকে উনি মৃত্যু কুম্ভ বলেছেন। উনি ভাবছেন মানুষ সব ভুলে যাবে। ভগবান ওনাকে শুভবুদ্ধি দিক।"
বিএসএফ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়েও ক্ষোভ উগরে দেন দিলীপ ঘোষ। বলেন, " বিএসএফকে টাকা দিয়েছে বলছেন, কতজনকে ধরতে পেরেছেন তিনি এই বিষয়ে। ওনার আরেক মন্ত্রী বলছেন বিএসএফ হাওয়াই চপ্পল পড়ে ঘুরে বেড়াচ্ছেন। এইসব কথা বলে উনি শুধু নিজেদের মুর্খামির পরিচয় দিচ্ছেন। সাধারণ মানুষ ওনাদের এই বাচাল কথায় বিশ্বাস করে না।"