অভিষেকের প্রশংসা করলেন দিলীপ, অস্বস্তি গেরুয়া শিবিরে
নিজস্ব প্রতিনিধি, কলকাতা – শনিবার ফলপ্রকাশ বাংলার ৬টি বিধানসভা কেন্দ্রে। মুখমুখি তৃণমূল বিজেপি। তার মাঝেই অভিষেক বন্দোপাধ্যায়ের প্রশংসা করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। যার কারনে অস্বস্তি গেরুয়া শিবিরে।
কেন্দ্রে বিজেপির প্রতিদ্বন্দ্বী কংগ্রেস। সেই কংগ্রেসের রাহুল গান্ধীর সঙ্গে তুলনা করতে গিয়ে অভিষেকের প্রশংসা করেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেইসঙ্গে রাহুল গান্ধীর বুদ্ধিমত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। এদিন দিলীপ বলেন, "অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি রাহুল গান্ধীর থেকে ভাল নেতা মনে করি।"
বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, “রাহুল গান্ধী ৩০-৪০টা ভোট হেরেছেন। তিনি রিজেক্ট হয়ে গেছেন একপ্রকার। তাঁর কথাবার্তার থেকে অভিষেকের কথাবার্তা অনেক বুদ্ধিদীপ্ত মনে হয় আমার।“