News details

image

Rabi Mondal / 28 November, 2024

"বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হলে চুপ করে থাকবে না বিজেপি" জানিয়ে দিলেন দিলীপ

নিজস্ব প্রতিনিধি, পূর্ব বর্ধমান - বাংলাদেশ ইস্যুতে সরগরম ভারতও। এবার এই নিয়ে হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। "বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হলে চুপ করে থাকবে না বিজেপি" জানিয়ে দিলেন তিনি। 

 

বৃহস্পতিবার বিজেপি সদস্য গ্রহণ কর্মসূচিতে  পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরে আসেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।সেখান থেকেই হুঁশিয়ারি দেন দিলীপ। তিনি বলেন," বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে। খুন যখন করা হচ্ছে সারা বিশ্ব সেটা দেখছে তবে আমরাও হাত গুটিয়ে বসে থাকব না" 

 

এদিন দিলীপ ঘোষ বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসকে কটাক্ষ করে বলেন "বাংলাদেশে কোন সরকার নেই। উগ্রপন্থীরা একসময় প্রধানমন্ত্রীর বাড়ি লুট করেছিল। এখন তারাই দেশ চালাচ্ছে। আর একজন আছেন ৮৪ বছরের বৃদ্ধ। তিনি দেখতে শুনতে পান না। কার উপদেষ্টা বোঝা মুশকিল।এইরকম চলতে পারেনা বাংলাদেশেরও অবস্থা আফগানিস্তানের মতো হবে, বাংলাদেশের মহিলাদের ওপর অত্যাচার হচ্ছে। "

 

সেইসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করেন দিলীপ। তিনি বলেন "পশ্চিমবঙ্গতেও মহিলাদের ওপর হামলা হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চুপ থাকেন।"